পাতা:আত্মবোধ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মবোধ : ... ষ্যের যে কোন প্রকার মুখ হইয়া থাকে তাই সমস্তই আত্মস্বৰূপের প্রতিচ্ছবি, কারণ আত্মাভিন্ন অপর কোন বস্তুই সুখ পদার্থ নহে যে তাহ বিষয়োপড়োগকালে চন্দনুদিবৎ শরীরে আগত হইয়া লিপ্ত হয় ] কিন্তু এই আত্মাই পরম মুখস্বৰূপ, ইনি অবিদ্যা সম্বন্ধ বশতঃ জীলোপাধি প্রাপ্ত হইলে ইহার উপ্লাধিভূত অন্তঃকরণ আবহমান • কালাবধি নানা কামনাকনুযদ্বারা আবৃত থাকে সুতরাং তাহার সমস্ত কামনা পূরণের অভাবে সর্ব্বদাই তাহাকে দুঃখান্বিত প্রায় বোধ হইয় থাকে। কিন্তু কোন২ সময়ে তাহার উক্ত কামনাসমূহের কোন অংশ পূরণ হইলে সন্তোষানুৰূপ কিঞ্চিৎ মুখানুভব হয়। ইহাতে দৃষ্টান্ত, যেপ্রকার মহ প্রভাবিশিষ্ট আদিত্যমণ্ডল নিবিড় মেঘ।. বলিদ্বারা আবৃত হইলে তাহার আলোকময় জ্যোতিঃসমূহ সম্যক্রূপে প্রাণিনিচয়ের দৃষ্টিগোচর হয় না পরে নন্দ২ বায়ুর দ্বারা যৎপরিমাণে সেই মেঘবৃন্দ চালিত হয় তৎ পরিমাণেই তাহার নির্ম্মল জ্যোতিঃ প্রকাশ হইয়। থাকে সেইপ্রকার বিবিধু বাসনাবাসিত অন্তঃকরণদ্বারা আবৃত আত্মতত্ত্ব স্বয়ং সুখস্বৰূপ হইয়ও প্রাণিসমূহকে সম্যকৃ সুখী করিতে পারেন না, কিন্তু যখন তাহাদিগের অন্তঃকরণস্থা কোনই বাসন পূর্ণ হইয়া যে পরিমিত সন্তোষ জন্মে সেই পরিমাণেই কামনামালিন্যের কিঞ্চিৎ “স্বচ্ছত উদয় হইলে তাহাতে পরম মুখৰূপ আত্মার প্রতি. ছবি প্রকাশ পায়, এইহেতু তৎকালে আমি সুখী বলিয়া জীবসকল অভিমুন করে। যদ্যপি সুখস্বৰূপ আত্মপদার্থ অন্তঃকরণের সন্তোষ বৃত্তিতে এতদ্রুপে প্রকাশ হইয়। থাকেন, তবে সমস্ত কামনাত্যাগৰূপ-মহাসুস্তোষে যে মহাসুখের উদয় হয় ইহাতে সংশয় কি। ৫৩ ৷ ঘ ২ &