পাতা:আনন্দমঠ (দ্বিতীয় সংস্করণ, ১৮৮৩).djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
আনন্দ মঠ।

 অগ্রগামী। আমি ধীরানন্দ।

 ভব। ধীরানন্দ, কোথায় গিয়াছিলে?

 ধীর। আপনারই সন্ধানে।

 ভব। কেন?

 ধীর। একটা কথা বলিতে।

 ভব। কি কথা?

 ধীর। নির্জ্জনে বক্তব্য।

 ভব। এইখানেই বল না, এ অতি নির্জ্জনস্থান।

 ধীর। আপনি নগরে গিয়াছিলেন?

 ভব। হাঁ।

 ধীর। গৌরী দেবীর গৃহে?

 ভব। তুমিও নগরে গিয়াছিলে না কি?

 ধীর। সেখানে একটী পরম সুন্দরী যুবতী বাস করে?

 ভবানন্দ কিছু বিস্মিত, কিছু ভীত হইলেন। বলিলেন―“এ সকল কি কথা?

 ধীর। আপনি তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন?

 ভব। তার পর?

 ধীর। আপনি সেই কামিনীর প্রতি অতিশয় অনুরক্ত।

 ভব। (কিছু ভাবিয়া) ধীরানন্দ, কেন এত সন্ধান লইলে? দেখ ধীরানন্দ তুমি যাহা বলিতেছ, তাহা সকলই সত্য। তুমি ভিন্ন আর কয়জন এ কথা জানে?

 ধীর। আর কেহ না।

 ভব। তবে তোমাকে বধ করিলেই আমি কলঙ্ক হইতে মুক্ত হইতে পারি?

 ধীর। পার।