পাতা:আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৮
আনন্দমঠ

 প্রথম খণ্ড—প্রথম পরিচ্ছেদ। পৃ. ৮—২য়, ৩য় ও ৬ষ্ঠ পংক্তির “সহরে” স্থলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে ঐ ঐ স্থলে “নগরে” আছে; এবং ২য় পংক্তির “নগরে” শব্দটি তারকা-চিহ্নিত করিয়া পাদটীকায় বলা হইয়াছে—

 নগর বা রাজনগর— সাবেক বীরভূম রাজ্যের রাজধানী।

 প্রথম খণ্ড—প্রথম পরিচ্ছেদ। পৃ. ৮, ২য় পংক্তির “সহরে যাইও।”-র পর ১ম সংস্করণে ছিল—

 নগরে মহেন্দ্রের পিতৃস্বসা বাস করেন।

 প্রথম খণ্ড—প্রথম পরিচ্ছেদ। পৃ. ৮, ৮ম পংক্তির গোড়ায় বাদ গিয়াছে—

 “যদি তাহাই হইয়া থাকে, তবে”

 প্রথম খণ্ড—প্রথম পরিচ্ছেদ। পৃ. ৮, শেষ পংক্তি “কি হাতিয়ার লইবে?” কথাগুলির পর ১ম সংস্করণে ছিল—

 এই বলিয়া মহেন্দ্র তাহার পাছু পাছু গৃহপ্রবেশ করিলেন। আসিয়া দেখিলেন, কল্যাণী একখানা রূপাবাঁধা ছোরা কোথা হইতে বাহির করিয়া আবার তাহা রাখিল। বলিল, “এ অস্ত্র স্ত্রীজাতির নয়।” এই বলিয়া আর কি খুঁজিতে লাগিল।

 মহেন্দ্র বলিল, “আবার কি?”

 কল্যাণী বলিল, “কিছু না।” এই বলিয়া

 প্রথম খণ্ড—ষষ্ঠ পরিচ্ছেদ। পৃ. ১৬, ৯ম পংক্তির “গৃহত্যাগ করিয়া”-র পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে ছিল—

 মুরশিদাবাদের পথে

 প্রথম খণ্ড—ষষ্ঠ পরিচ্ছেদ। পৃ. ১৬, ১১শ পংক্তির “তাহা জানি।”-র পর প্রথম সংস্করণে ছিল—

 সন্তানের একাজ নহে।

 প্রথম খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ১৬, ২৪শ পংক্তির “নগরে” স্থলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে “রাজনগরে” আছে।

 প্রথম খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ১৬, শেষ পংক্তির “সিপাহী চলিয়াছে।”-র পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে ছিল—

 “রাজনগর, বা নগর” কি তাহা বুঝাইতে হইতেছে।