পাতা:আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪০
আনন্দমঠ

 প্রথম খণ্ড—অষ্টম পরিচ্ছেদ। পৃ. ১৮, দ্বিতীয় অনুচ্ছেদের গোড়ায় ১ম, ২য় ও তৃতীয় সংস্করণে ছিল—

 পাঠক এইস্থানে দিঙ্‌নিরূপণ করুন।

 প্রথম খণ্ড—অষ্টম পরিচ্ছেদ। পৃ. ২০, ২য় পংক্তির গোড়ায় “আরও এক শালা ঐ।” এই কথা কয়টি প্রথম সংস্করণে ছিল না।

 প্রথম খণ্ড—অষ্টম পরিচ্ছেদ। পৃ. ২০, ১৪শ পংক্তির “চতুষ্কোণ করিবার” স্থলে ১ম, ২য় ও ৩য় সংস্করণে আছে—

 লাইন ফরম করিবার

 প্রথম খণ্ড—অষ্টম পরিচ্ছেদ। পৃ. ২০, ১৪শ পংক্তির “আজ্ঞা দিলেন।” কথাগুলির পর “ইংরেজের নেশা বিপদের সময় থাকে না।”—অংশটি প্রথম সংস্করণে ছিল না; পরবর্ত্তী সংস্করণগুলিতে ইহা যোজিত হইয়াছে।

 প্রথম খণ্ড—নবম পরিচ্ছেদ। পৃ. ২১, ১৬শ পংক্তির “জমিদারের ছেলে···কাজের বেলা হনুমান্!” কথাগুলির পরিবর্ত্তে ১ম সংস্করণে ছিল—

 তুমি কি কাপুরুষ যে যুদ্ধে ভয় পাও?

 প্রথম খণ্ড—নবম পরিচ্ছেদ। পৃ: ২১, শেষ পংক্তির “এরা কি রকম দস্যু?” স্থলে ১ম সংস্করণে ছিল—

 এরা দস্যু না দেবতা?

 প্রথম খণ্ড—দশম পরিচ্ছেদ। পৃ. ২৩, ১৬শ পংক্তির “অবলা কেন মা এত বলে।” স্থলে ১ম, ২য় ও ৩য় সংস্করণে ছিল—

 কে বলে মা তুমি অবলে!

 প্রথম খণ্ড—দশম পরিচ্ছেদ। পৃ. ২৪, ২৪শ পংক্তিতে “রাজার?” স্থলে প্রথম সংস্করণে ছিল—

 রাজা বেটা কে?