পাতা:আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৪
আনন্দমঠ

 দ্বিতীয় খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ৭১, ২২শ পংক্তির “চারি জন” স্থলে ১ম, ২য় ও৩য় সংস্করণে “দুই জন” ছিল।

 দ্বিতীয় খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ৭১, ২৫শ পংক্তির “আর?” স্থলে ১ম, ২য় ও ৩য় সংস্করণে “দ্বিতীয়?” আছে।

 দ্বিতীয় খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ৭১, ২৬শ পংক্তির “ভবানন্দ। জ্ঞানানন্দ।” এই দুইটি নাম ১ম, ২য় ও ৩য় সংস্করণে নাই।

 দ্বিতীয় খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ৭২, ৪র্থ পংক্তির “তাই বা কিসে? তুমি”— এই কথাগুলির পর ১ম সংস্করণে ছিল—

 ভৈরবী নও, বৈষ্ণবী নও, তবে

 দ্বিতীয় খণ্ড—সপ্তম পরিচ্ছেদ। পৃ. ৭৩, ৬ষ্ঠ-৮ম পংক্তির “স্বামী যে ধর্ম্ম—পরীক্ষা করিয়া দেখি।” এই অংশের পরিবর্ত্তে ১ম, ২য় ও ৩য় সংস্করণে নিম্নলিখিত অংশটি আছে—

স্বামীর ধর্ম্মচ্যুতির ভয়ে আমি কাতরা। বৃষ্টির অভাবে মহান্ মহীরুহও শুষ্ক হয়, আমি মহান্ মহীরুহতলে বৃষ্টি করিব। আপনি নিশ্চিন্ত থাকুন।

 সত্য । সে কি? মহান্ মহীরুহের অনাবৃষ্টির ভয়? জীবানন্দের ধর্ম্মচ্যুতি?

 শান্তি। যাহা ঘটিয়াছে তাহা আবার ঘটিতে পারে।

 সত্য। কি ঘটিয়াছে? জীবানন্দের ধর্ম্মচ্যুতি ঘটিয়াছে? হিমালয় গহ্বরে ডুবিয়াছে?

 শান্তি। কেবল সহধর্ম্মিণী-সাহায্যের অভাবে।

 সত্য। কি বলিতেছ, আমি কিছুই বুঝিতেছি না।

 শান্তি। কাল মধ্যাহ্নে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করিয়াছিলেন। ব্রত ভঙ্গ হইয়াছে।

 এবার সেই পলিতকেশ ব্রহ্মচারী চক্ষু ঢাকিয়া কাঁদিতে বসিল। সত্যানন্দকে আর কেহ কখন কাঁদিতে দেখে নাই।

 শান্তি বলিল “প্রভু, আপনার চক্ষে জল কেন?”

 সত্য। প্রায়শ্চিত্ত কি জান?

 শান্তি। জানি, আত্মহত্যা।

 সত্য। তাই কাঁদিতেছি। জীবানন্দের শোকে কাঁদিতেছি।

 শান্তি। আমিও তাই আসিয়াছি; যাহাতে জীবানন্দ না মরে, সেই জন্য আসিয়াছি।