পাতা:আনন্দ রহো.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী—আমি পাঠিয়েছি। প্রভ—মহিষী তুমি কে? আমি যুদ্ধে উঠতে বলিছি—যারা আমার জন্য . অকাতরে শোণিত ব্যয় করেছে তার উঠলে না—মন্ত্রি ! তোমার মনে এই ছিল ! আমি তো হলদি ঘাটের পর অর্থ হীন দীন হয়ে - ছিলেম, কেন তুমি তোমার সমুদয় অর্থ দিয়ে প্রলোভন দেখিয়ে, কেন তুমি আমায় আবার রণ-রঙ্গে মাতালে ? ওঃ ! রাণী বংশে তাসছল্য, যবনের—যবনের তাচ্ছল্য কেন হলদি ঘটে কি ভল্লের পরিচয় দিইনি । মন্ত্রী —মহারাণ ! ক্ষান্ত হউন, অপরাধীর শাস্তি দিন, আবার উঠে বলুন যুদ্ধে চ, দেখুন আপনার সভাসদ যুদ্ধে যায় কিনা । সে দিন আপনার ভৈরব মুত্তী দেখে ভয় পেমেছিলেম তাই উঠতে পারি নাই কিন্তু যখন এ মুন্তী দেখে এখনও দাড়িয়ে আছি তখন অধিকতর ভীষণ মূর্ত্তীতে ডাকলে আপনার সভাসদ ভয় পাবে না ; মন্ত্রীর সতর্কতায় ভয় পায় কি না জানি না । ছায় ! হায়! সতর্ক হয়ে কি রাজত্রই দেখলেম । ( বেতালের প্রবেশ ) বেতা—(দ্বিতীয় নায়কের প্রতি ) ওরে তুই এখানে এসেছিস্ , আময় ডেকে পাঠয়েছিল, ভাগ্যিস রাস্তায় বোসে নেই, তা হলে তে৷ তোর সঙ্গে দেখা হতেন । আমি যার তোর জন্যে এই দেখ গাজা ছিলিমটা নিয়ে বেড়াচি-বড় লেগেছিল না—ত। গণজী ছিলিমটা খেলিনে কেন ? ২য় লtয়—ত দে । বেতা—(গীজ প্রদান) দুজনে খাস, “আনন্দ রছে ! আনন্দ রহো"!! তেীরে ক ঘ{ চড় মেরেছিলুম, মার্ব্বি, আমি “আনন্দ রহে৷” ! বল্বে এখন ; রাগ করিস নে—ও একটা হয়ে গেছে—মারিস তে। মার নইলে যাই । প্রতা-“আনন্দ রহো" ! তুমি এ দিকে এস, তোমার আনন্দ আমায়