পাতা:আনন্দ রহো.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারা—কি কার্য্যের অনুমতি করেন । আক—মনসিংহ তোমার শত্র সম্মুখ যুদ্ধে বধ কর । * নারা—আকবার সাহু আমি আপনার কৃতদাস,ছদয়-বন্ধু! ভাল সম্মুখ যুদ্ধ কিরূপে ঘটনা হবে ? তাক তামি সভায় তোমার পরিচয় দিয়ে প্রচার কর্ব্বে যে মানসিংহের কন্যার নিমিত্তে তুমি বাতুল, দাসত্ব পর্য্যন্ত স্বীকার করেছ ; লহনাও তোমায় ভাল বাসে কেবল মানসিংহ সে বিবাহে প্রতিরোধী, এই নিমিত্ত তুমি মানসিংহকে সম্মুখ যুদ্ধে চাও। প্রাণভয়ে ভুবন-বিজয়ী রাজা মান তোমার সম্মুখীন হয় না। নারা—যদি পাগলই ঘোষণা করলেন তবে যুদ্ধ হবে কেন ? তাক—আমি পাগল বলবো কিন্তু সংঘটন বড় পাগুলাম নয়। সকলেই ভাবগত আছে যে বিনা রক্ষকে তোমার সহিত লহন কালী দর্শনে গিয়েছিল, নারাণসিং রাজপুতানায় লহন ও যমুনাকে আনবার নিমিত্ত রাজপুতানায়, এ পাগল ঝাল্লার বংশধরের বিৰুদ্ধে মানসিংহকে আসি মোচন করতেই হবে । নার।--ভাণপনার মিথ্যার জন্য ভাiপনি দায়ী ! অক—মিথ্যা নয়, একটা ভুল মাত্র লছন অর্থে যমুন । নার?--তাপনি কি পিশাচ সিদ্ধ । অণক—ই মানসিংহ আমার গুরু— নারা—সে কিরূপ { তাক—মনসিংহই আমাকে উপদেশ দেন, যে প্রজার বিষয় আমি কিছু জানিন। পরে প্রথম শিক্ষা পেলেম যে আমি বাদস উীর ভুজবলে ; মুখ,দাস্তিক, দ্বাদশ বর্ষীয় বালকের পাঠান বিরুদ্ধে অস্ত্র চালনা যদি দেখতিস তে এ দন্তু তোর হৃদয়ে স্থান পেতেন । নারা—ভাল আমায় আপনি বিশ্বাস করলেন আমি যদি এ কথা প্রকাশ করি ।