পাতা:আনন্দ রহো.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আক-দিল্লীশ্বরে বা । জগদীশ্বরে বা ! তিনি কি এ কাজ করতে পূরেন । রাণা প্রতাপের অনুচর রাজা মনের সহিত বিচ্ছেদ ঘটবার অভিপ্রায় এই ঘোষণা করেছে। বাদস কি দয়াশীল ! ! এখনও তার প্রাণ বিমাশ করেম মাই ! হা ! হা ! দয়ার প্রভাব দাস্তিক রাণী পর্য্যন্ত অনুভব করে গিয়েছে। নার – কি ? আক—ক্রোধের প্রয়োজন নাই আপনি কি যুদ্ধ চান না। নারা—ভাল যুদ্ধ সংঘটন হউক পরের কথা পরে । আক—দিল্লীর সুখ ভোগ । নারাণ– (হঠাৎ নিম্নে অবতরণ ) এ কি ! আক—তাপাততঃ বন্দি । বেতা—“আনন্দ রহে ! আনন্দ রহে৷” !! . অকে—দেখে তোমার যেখানে ইচ্ছ। সেখানে ষেও । সেই তোমায় যে “আনন্দ রহো" বলেছিল সে অমনি শুয়ে পড়ে রইলে তার তুমি “আনন্দ রহো" বলতে লাগলে । বেতা—আমার আবার কান্না পায়, তুই ও কথা বলিসনি, কান্ন। যদি ন পেতে। আমি “আনন্দ রহে” বলতুম সে শুনতে পেতে | আক—তুমি এই আংটটি নাও, যেখানে যাবে এই অংটটি দেখালে কেউ কিছু বলবে না । । বেতা— দেতে (তাংট লইয়। ) এ রাখবো কোথা । তাক—আঙ্গলে পর, দেখ রোজ তুমি সকালবেল এসে যেখানে যা শুনবে বলে যাবে। বেতা—আর আমি “আনন্দ রহো" বলবে। আর তুই বলবি “আনন্দ রহো"। ই, ই, বেস মজা হবে, দেখ তুই একবার ওঠতে আমি ঐখানে বসি ।