পাতা:আনন্দ রহো.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেতা—“আনন্দ রছে –আনন্দ রছে” ওরে উইনরে, এখন উমলিনি ; সব চলে গেল । সেলি—দোহাই, আল্লা ! মাল্লা ! ( প্রস্থান ) বেতা-“ল্ডানন্দ রহে !—তানন্দ রহো’ !! (প্রস্থান ) চতুর্থ অঙ্ক চতুর্থ গভর্ণঙ্গ । উদ্যান । ( মানসিংহ ও নারাণসিংহ । ) মান—তবে তোমায় এইরূপেই বন্দি করেছিল । সভায় তার পরদিন বল্লে যে তুমি আমার সঙ্গে যুদ্ধ চাও ; আমি অসন্মত হলেম, বোধ হয় সেই নিমিত্তই তোমায় কারাগারে রেখেছিল, কি জানি যদি তুমি কথা প্রকাশ করে দাও । তোমারি কথা সত্য, লহনাকে তাকবার পাঠিয়ে ছিল সন্দেহ নাই, বোধ হয় তুমি ভুলছে, লছন বাদসহি ন বলে বলে থাকবে সেলিম আমার প্রণয়াক উন্নী । নার—তামার বিশেষ স্মরণ লাই, সেলিমই বলে থাকবে । আপনি