পাতা:আনন্দ রহো.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক ষষ্ঠ গভর্ণঙ্ক । রাজবাটী হইতে বাগানে যাইবার পথ । ,

( তাকবর ও বেতাল ) তাক--তাচ্ছি “অনিন্দ রছে।” এই ঝোপে তুমি লুকিয়ে থাকতে পর কতক্ষণ । বেতা—কেনরে লুকুবে ? আক—তুই লুকুবিনি? তামি লুকুই । বেতা—এই দেখ আমিও লুকুই, আমি এইখানটায় শুয়ে একটু ঘুমুই । অক—ভাচ্ছে তুই এই আংটী ফেলে দিয়ে গিয়েছিলি আবার পেলি কোথায় ? বেতা—তুই ফেলে রেখে গেলি আমি কুড়িয়ে নিয়েছি । আক-তাচ্ছি তুই শে । ( বেতলের প্রস্থান ) আক—(স্বগত) একক সকল সংবাদ রাখা নিতান্ত সহজ নয়, আমার কি বুদ্ধির ব্যতিক্রম হচ্চে ? তিনবার মানসিংহকে বধ কৰ্বর উপায় কল্লেম, আনন্দ রহোই তা নিবারণ কল্লে । কি জানি ওর আনন্দ রহোর কি গুণ, তামায় আসন হতে উঠিয়ে সে তাসনে পা রাখলে, নারাণসিংকে করা মুক্ত কল্লে, কোথায় মানসিংহের অনিষ্ঠের নিমিত্ত ওকে নিযুক্ত কল্লেম কিন্তু সম্পূর্ণ বিপরীত