পাতা:আনবারশোহেলি.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১১ ব্রাহ্মণ ভূপতির মানস জ্ঞাত হইয়া কছিলেন যে অ|পনি এই নিরাপদ স্থানে আগমন করুণ* রাজ আগমনে গর্ত্ত হইল এমন । চিনের তস্বির খান দেখিতে যেমন । বহু সমাদর করি হয়ে একমান । তাহার সেবায় রাজা করিল যতন । পরে রাজা নমুভাবে উtহশর নিকট গমন করত প্রণাম করিয়া সেবকের রীত্যনুসারে দণ্ডায়মান হইলেন । অনন্তর ঐ ব্রাহ্মণ আশীর্ব্বাদ করত বহু সমাদর করিয়1 তাহাকে উপবেসন করিতে কহিলেন । পরে স্বাগত প্রশ্ন করিয়। রাজ্য সুখাভিলাস ত্যাগ করণের কারণ জিজ্ঞাস করণে রাজা ঐ স্বপ্র ও উপদেশ সকলের বৃত্তান্ত কছিলেন । ব্রাহ্মণ তাহ শুনিয়া হাস্য করত কছিলেন যে তুমি বুদ্ধির তীক্ষুত ও প্রজ। গণের মঙ্গল কারণ এই ক্লেশ স্বীকার করিয়াছ অতএব তোমার সাহসের অদ্ভূত প্রশংস।। রাজ্যের ভাজন তুমি শুনছে রাজন । এমত হইলে রক্ষ। পায় প্রজাগণ । যেই বৃক্ষ’মূলে তুমি সদা দেহ জল । সেই বৃক্ষ ডালে ফলে ভাল ২ ফল । পরে বেদপাদ ব্রাহ্মণ কয়েক দিবস অ্যাপন কর্ম্ম ত্যাগ করিয়। গুপ্ত বাক্য ৰূপ কেটার মুখ খুলিয়। জ্ঞানৰূপ মুক্তার দ্বার রাজার কর্ণকে ভূষিত করিতে লাগিলেন,