পাতা:আনবারশোহেলি.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১২৭

  • ar

পরীক্ষ। তৃতীয়তঃ । নারী নিকট আত্ম ছিদ্র প্রকাশ কর । অপরঞ্চ পণ্ডিত বর্গের মহীপাল দি গকে শৈল তুল। করির বর্ণন করিয়াচেন যেহেতুক গিরি রতুকির হ ইয়াছেন কিন্তু তদুপরি নানা প্রকার হিংসুক ও ক্লেশ দায়ক জন্তু সর্বদা বাস করে তা ত এর তন্নিকটবপ্তি হুগুন ও তথায় স্থিতি করণ অতি স্কঠিন : কোন পণ্ডিভের ভূপালদিগকে নদীতুল্য করিয়া কহি - রাছেন অতএব কোন বানিজ কারক যদি বৃহন্নদীতে গমন করেন তবে তা তাতে হয় ত অধিক লভ্য হয় নতুব। - মূলধনের সহিত বিনাশকে প্রাপ্ত হয়েন। অধিক লভে}র আশা নদী মধ্যে আছে । কিন্তু কোন সুখ দেথ নাহি তার কাছে । পরে দমনক কহিতে লাগিল যে তুমি যাহা কহিলে সে আত্মীয়তার কথা কিন্তু আমিও জ্ঞাত আছি যে রাজ। জুলন্ত অনল প্রায় হইয়াছেন, আর যে ব্যক্তি ঐ অগ্নির সমীপস্থ হয় তাহার চিন্ত অধিক । ভূপেন্দ্র সমীপে ভয় কর সেইকপ । জুলন্ত অনলে শুষ্ককাষ্ঠ যেই ৰূপ । - কিন্তু যে ব্যক্তি শঙ্কায় শঙ্কিত হয় সে কখন উচচ পদাৰূঢ় হইতে পারেন । ভয়ে আরোহণ বিনে লভ্য নাছি হয় । ভয়ে আরোহণে সে মুখত দূর হয়। এবং অত্যন্ত সাহসী ব্যতিরেকে কেহ এই তিন কর্ম্মে