পাতা:আনবারশোহেলি.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ আনবারশোহেলি । , প্রবৃত্ত হইতে পারে না। প্রথমতঃ । রাজ সেবা । দ্বিতীয়তঃ । জলপথ গমন । তৃতীয়তঃ । শক্র মহিত যুদ্ধ করা । অতএব আমি আমাকে নুন সাহস বোধ করিনা তবে আমি কেন ভূপালের নিকট কর্ম্ম করিতে ভীত হইব । - এৰূপ সাহস যদি করে মোর মন । ইচ্ছfৰূপ ফল আমি-করিব সাধন । বড় হুইবার ইচ্ছ। যদি থাকে মনে । সাহস করির চেট কর প্রাণপণে । অপরঞ্চ কর্কট কহিতে লাগিল যে যদ্যপি আমি তোমার চেষ্টার বিপক্ষ তথাপি তুমি ইহাতে নির্ভর করিয়াছ অতএব ঈশ্বর তোমার মঙ্গলদায়ক হউন । এই সে তোমার পথ জানহ নিশ্চয় । নিরুদ্বেগে জাহ তুমি নাহি কর ভয় । অতঃপর দমনক পশু রাজের নিকট গমন করতঃ প্রণাম করিলেক, পশু রাজ ভৃত্যদিগকে জিজ্ঞাস করিলেন যে কে এ ব্যক্তি ? তাহার। উত্তর করিলেক যে এ অমুকের পত্র, অনেক দিব সাবধি ইছার পিতা মহারাজের জিকট দাসত্ব কর্ম্মে নিযুক্ত ছিল। পশুরাজ কহিলেন. যে ই আমি জ্ঞাত আছি। পরে পশ্বাধিপতি তাহাকে আপন নিকট ডাকাইয়। জিজ্ঞাসা করিলেন যে তুমি কোথায় থাকহ । দমনক কহিলেক যে পিতার ন্যায় রাজদরবারে দাসত্ব ৰূপে নিযুক্ত হইয়। এই