পাতা:আনবারশোহেলি.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । 8סיצ বায়ু দ্বারা কল্পিত হয় না তদ্রুপ রাজারদিগের উচিত যে কোন সামান্য ভয়ে স্বস্থান ত্যাগ না করেন এ ভয়ৰূপ বায়ুতে না হেল’কদাচন । দৃঢ় ৰূপে স্থির থাক পর্বত যেমন । আর বিজ্ঞের কহিয়াছেন যে বড় শব্দ ও বৃহৎ শরীর শঙ্কার কারণ নহে, কেনন। এমন অনেক আছে যে দর্শনে বৃহৎ কিন্তু বলে কিছুই নহে দেখুন সারস যে এত বড় পক্ষী তিনিও বাজের থাবায় কাতর হয়েন, আর যে ব্যক্তি শরীরের বৃহতু গণনা করেন তাহার ঐ দশা ঘটে যেমন ঐ উল্কামুখির ঘটয়াছিল । পশ্বধিলতি জিজ্ঞাসা করিলেন যে সে কি প্রকার । দমনক কছিতে লাগিল যে উল্কামুখী অtহারানৃেষণে বন মধ্যে ভ্রমণ করতঃ এক বৃক্ষ মূলে উক্ত রিল, সেই বৃক্ষশাখায় একট। ঢঙ্ক নামক বাদ্য যন্ত্র আন্দোলায়মান ছিল, যৎকালীন প্রবল বায় দ্বার। শাখাস্তরের অtঘাঁতে তৎকালে এক ভয়ঙ্কর শব্দ নির্গত হইত, এবং এক কুক্কুট সেই স্থানে মৃত্তিকাতে চঞ্চাঘাত দ্বার। আহারান্বেষণ করিতেছিল এমত কালে ঐ উলঙ্কামুখী তাছাকে শিকারু করিতে উদ্যত ইতোমধ্যে লেহ ঢাক্কার পমঃ শব্দ হয়, তা শ্রবণে দৃকপাত করত কুক্ক ট হইতে তাহার শরীর বৃহৎ দেখিয়া মাংসল পশু জ্ঞানে কুক্ক টকে ক্ষুদ্র বোধে ত্যাগ করি। বৃক্ষারোহণ পূর্বক ঐ ঢক্কাকে ছিন্ন করিয়।