পাতা:আনবারশোহেলি.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । । צ8מ পৃথিবী ভ্রমিয়া বহু দশী হইয়াছে । প্রবাসে হয়েছে সভ্য ভূপতির কাছে । - অনন্তর পশু-রাজ ধৈর্য্যাবলম্বন পূর্বক অনেক বিবেচন। করিয়৷ শগুঞ্জীবককে তাপন ভেদজ্ঞ করিয়া তাবৎ কর্ম্মেৱ ভার তা হাকে অপর্ণ করতঃ সর্ব্বাপেক্ষ তাহার সন্মান বদ্ধিত করিলেন । দমনক যখন দেখিল যে শষ্ট্ৰীবককে সর্বোপরি কর্ত্ত করিয়ু আমারদিগের কথা না শুনিয় তাহার বাক্যানুসারে তাবৎ কর্ম্মাদি করিতে লাগিলেন, তখন দমনকের অন্তঃকরণে হিংস জন্মিয়৷ স্থানান্তর গমনের বাঞ্ছা হইল, ও রাগ ৰূপ অগ্নি হইতে হিংস। ৰূপ সফ লিঙ্গ তাহার মস্তকোপরি পতিত হইতে লাগিল । - হিংস ৰূপ অগ্নি যদি প্রজুলিত করে । প্রথমে হিংসক তবে তাহে পড়ে মরে । অনন্তর এই চিন্তায় দমনকের আহার নিদ্র। পরিত্যাগ হইল, পরে দমনক পশুরাজের এই সকল কুব্যবহার করকটকে জানাইবার কারণ তথায় গমন করিয়া কহিতে লাগিল হে ভ্রাত দেখ আমার বুদ্ধির অল্পতা কি পর্যন্ত, আমি পশুরাজের নিকট প্রাণপণে কর্ম্মাদি করিয়া গৰুকে- তাহার নিকট অনিয়া দিলাম সেই বেটা পশুরাজের এমত প্রিয় ছইল যে তাবতের উপর কতৃর্ত্ত করিড়েছে আর আমিও অমান্য হইয়া পদচ্যুত হইয়াছি। করকট কহিলেক ।