পাতা:আনবারশোহেলি.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । >BS অtশ্চর্য্য করিয়া জ্ঞান এসব কাহিনী । ক্ষণে হালে ক্ষণে কঁদে সেই নাপিতিনী । পরে ঐ সকল দৈব ব্যাপার দেখিয় ও শুনিয়। ফকীরের ক্রমে আশ্চর্য বৃদ্ধি হইল । চর্ম্মকারের স্ত্রী ক্ষণেককাল পরে যোড় করে কহিতে লাগিল, যে ছে পরমেশ্বর, আ tযার স্বামী আমার উপর বিস্তর দেীরাজ্য করিয়া অtমায় মিথ্য অপরুtধ দিয়াছেন, অতএব আপনি আমার প্রতি কৃপাবলোকন করিয়। শরীরের প্রধান শোভা কর, যে নাসিক। তাহ পূর্বের ন্যায় করিয়া দেন । এই সকল কথা কহন সময়ে তাহার স্বামী বিনিদ্রিত হইয়া ভtহার ছল রোদন ও ঈশ্বরের নিকট বর প্রার্থন। শুনিতে ২ উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, .যে ওরে . ইrচারিণী পরমেশ্বর ব্যভিচারিণী দিগকে কখন বর প্রদান করেন না । দৈব কার্যের্থ ইষ্ট সিদ্ধ বাঞ্ছ। যদি কর । তবে আগে শুদ্ধ কর বচন অন্তর । " পরে ঐ স্ত্রী উচ্চৈঃস্বরে কন্থিতে লাগিল, যে দ্ধে কুৎ লিভাচারিণী আমি সতী, তুমি আমার মিথ্য। অপবাদ দিয়া ছিল, কিন্তু আমার প্রতি পরমেশ্বরের অনুগ্রহ দেখ, তিনি আমাকে ঐ অপবাদু হইতে মুক্ত করিয়া অtমার ছিন্ন নালিক সংযক্ত করিয়া দিয়াছেন। পরে ঐ নিৰ্বোধ পুরুষ গাত্রোখান পূর্বক দীপ জ্বালিয়। জালিয়। দেখিল, যে যথার্থই তাহার নাসিক। যেtড়।