পাতা:আনবারশোহেলি.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১৬৩ তোমার শক্তি অপেক্ষ। উছার শক্তি অধিক, আর তোমার বন্ধ অপেক্ষ। উছার বন্ধ ও সাহায্যকারক অধিক । অনন্তর দমনক কহিতে লাগিল যে কর্ম্ম নির্বাছে অধিক শক্তি ও অধিক সাহায্য কারক কারণ নহে বরঞ্চ ইছাতে বুদ্ধি ও কৌশল শ্রেষ্ঠ হইয়াছে । দেখ কনক সূত্র দ্বার। কাক কস্তৃক কৃষ্ণ সপ হত হইয়। ছিল, করকট কহিলেক যে সে কি প্রকার। ১১ গল্প। পরে দমনক কহিতে লাগিল যে পূর্ব কালীয় ইতিহাস বেত্তারা কহিয়াছেন যে এক কাক এক পর্বত মধ্যস্থ এক প্রস্তুর গহ্বরে বাসস্থান নির্ম্মাণ করিয়াছিল । ঐ গর্ত্তের পাশ্বে এক কৃষ্ণ সপ বাস করিত তাহার আস্যস্থিত যে বিষ সে দ্বিতীয় কালাস্তকের ন্যায় ছিল । যখন ঐ বায়সের শাবক হইত তখন ঐ সপ ভক্ষণ করিত, তাহাতে ঐ কাকের অন্তঃকরণ সন্তান বিচ্ছেদে সর্বদা দগ্ধ হইত, আর ঐ সপের দৌরাত্ম্য যখন অপরিমিত হইল তখন ঐ দুঃৰি বায়স তাছার বন্ধ, শৃগালের নিকট এই বৃত্তান্ত ভাবৎ কহিয়া কহিলেক যে আমি প্রাণ দগ্ধকারক এই সপ শক্র হইত্ত্বে মুক্ত হইবার চেষ্টায় আছি । পরে শৃগাল জিজ্ঞাসা করিলেক যে কি গুণে উহার দৌরাত্ম্য হইতে অন্তর হইবে, আর ইহারি বা কি উপায় স্থির করিয়াছ । বায়ুল উত্তর করিলেক যে যখন ঐ সপ নিত্রিত থাকিবেক তখন আমার তীক্ষ্ণচক্ষুদ্বারা উহার