পাতা:আনবারশোহেলি.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । Sు(t হায় ; অতি প্রিয়তম যে আয় তাহীকে বৃথ। কার্য্যে নষ্ট করিয়। বৃদ্ধাবস্থার সাহায্য কারী যে বস্তু তাহ। অtfম কিছু সঞ্চয় করি নাই, দেখ অদ্য আমার কিছু মাত্র শক্তি নাই, আর অtহার ব্যতিরিকে ও প্রাণধারণের অন্য কোন উপায় দেখি না, অতএব এই ক্ষণে কোন কৌশল ক্রমে তাহ নিৰ্বাহ করা উপযুক্ত, বুঝি এই কৌশলেতেই আমার দিনপাত হইতে পারিবে, পরে চিন্ত ও আ হা উহু এবং ক্রন্দন করিতে ২ ঐ জলাশয় সমীপে উপবিষ্ট হইল, অনন্তর এক ককট অন্তর হইতে তাহাকে দেখিয় তাহার নিকট আসিয়া আত্মীয়ত। পূর্বক কছিতে লাগিল, cছ মহাশয় আপনাকে আমি বড় চিন্তাযুক্ত দেখিতেছি তাহার কারণ কি , থেড়িয়া উত্তর করিলেক যে আমি কি জন্যে চিন্তাযুক্ত নৃ হইব, তুমি জান যে আমি প্রাণ ধারণের কারণ দুই এক মৎস্য প্রতি দিন ধরিয়া খাইতাম তা হাতে তাহার দিগেরও কিছু ক্ষতি হইত না, আমারও সময় ধৈর্য্য ও সন্তোষ ৰূপ অলস্করণে ভূমিত হইত, অদ্য দুই ব্যক্তি ধীবর কহিতে ২ যাইতে ছিল যে এই জলাশয়ে অধিক মৎস্য আছে অতএব ইছা ধরিবার উপায় কিছু করা উচিত, তাহার মধ্যে একজন কহিলেক যে অমুক জলাশয়ে ইহ। হইতেও অধিক মৎস্য আছে তাহ আগে ধরিয়। পশ্চাৎ শ্বরিব, যদ্যপি এমত হয় তবে সুতরাং প্রাণের