পাতা:আনবারশোহেলি.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৪ আনবারশোহেলি । অনন্তর এক সময় কোন কারণে স্বস্থান ত্যাগ করণে তাহদের আবশ্যক হইল । পরে উভয়ে ঐক্য হইয়। স্থানান্তর গমনে উদ্যত হইয়। ঈশ্বরেচ্ছাধীন হঠাৎ বড় এক নদী তীরে উপস্থিত হইলেন, কিন্তু বৃশ্চিক সেই নদী পার হওন দুঃসাধ্য দেখিয়া বিষন্ন হইয়। রহিল । কচ্ছপ কহিলেক, হে প্রিয় বন্ধ তোমার কি হইল তুমি কি প্রাণে বস্ত্রের গ্রীব। চিন্তার হন্তে অপণ করিয়া অন্তঃকরণের আহাদকে একেবারে ত্যাগ করিলে । বৃশ্চিক কহিলেক হে ভ্রাতঃ এই জল পার হওনের যে চিন্তা সে আমাকে আশ্চর্যের ঘুর্ণায় ফেলিয়াছে অতএব এ জল পার হই এমত সাধ্য নাই, কিম্ব’ বন্ধ র সহিত বিচ্ছেদ করিয়া থাকি এমত শক্তিও নাই । তুমি যেতে পার বন্ধ হয়ে নদী পার । আমি রছিলাম হেথ লয়ে দুঃখ ভার। তোম। বিন। আমি এক রব এই স্থানে । ভাবি তাই বিচ্ছেদ কেমনে সবে প্রাণ । কচ্ছপ কহিলেক যে তুমি কিছু চিন্তা করিও না আমি তোমাকে অক্লেশে পার করিয়। তটে উত্তরিয়া দিব, আর আমার পৃষ্ট-দেশকে নৌকা করিয়। বক্ষঃস্থলকে তোমার আপদের ঢাল করিব, কেনন। অনেক ক্লেশে বন্ধ,ত। করিয়। অনায়ালে ত্যাগ করা বড় খেদ জনক হয় । ।