পাতা:আনবারশোহেলি.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । २०१ বিপদগ্রস্ত হয় না এবং কোন ব্যক্তি কি দুষ্ট লোকের । সহিত মিল করে না, আর সে কি শেষ লজ্জ পায় ন এবং নীচও অর্বাচীনের নিকট কেহ কি আশ। করে না, আর সেই কি মন্দ ও অমান্য হয় না এবং কোন ব্যক্তি কি রাজ-সহ বাস করে না, আর সেই ব্যক্তি মৃত্যু ৰূপ ঘূর্ণ হইতে আঘাত ব্যতিরেকে কি বাহিরে আইসে । ধীতে অনুমান করি রাজ সহবাস । অকূল পাথার সম জানহ নির্যাস । এ প্রকার ভয়ানক নদীর নিকটে । যে জন থাকয়ে তার বড় বিঘ্ন ঘটে। আর এই কথার প্রতি কহিয়াছেন । নদীর মধ্যেতে লভ্য আছয়ে বিস্তর। কিন্তু তাহ দেখ নহে বিপদে অন্তর । পরে শষ্ট্ৰীবক কহিলেক যে তোমার কথা প্রমাণে বোধ হয় যে তুমি বুঝি পশুরাজ হইতে ঘৃণিত হইয়। থাকিবে, আর অনুমান কৱি যে তুমি তাহ। হুইতে আতিশয় ভীত হইয়াছ । দমনক কহিলেক যে আত্মা কারণ এ কথা • কহি না, আর আপন জন্য আমি চিন্তিত নহি, কিন্তু এই অবস্থ। বন্ধ দিগের প্রতি আম! হইতেও প্রবল দেখিতেছি, আর এই চিন্ত যে আমার উপর প্রবল হইয়াছে সে কেবল তোমারি কারণ এবং তমি জান যে তোমার সহিত পূর্বাবধি আমার কি