পাতা:আনবারশোহেলি.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । • ২১৫ তুমি সন্মুখ হইতেই বা হউক কিম্ব। পশ্চাৎ হইতেই বা হউক পলায়ন করিয়া এক ছাত হইতে অন্য ছাতে উড়িয় যাও আর এক স্থান হইতে অন্য স্থানে দৌড়িয়া যাও । - কর্ভু নাহি চেন তুমি লবণের গুণ । আপন প্রভুকে কর আশঙ্ক। দারুণ । আমি বন্য পক্ষী যদ্যপি দুই তিন দিবস ইহার দিগের সহিত প্রণয় করি আর ইহাদিগের ছন্ত হইতে যদি অtছার গ্রহণ করি তবে তাহার গুণ মানিয় শিকার করিয়৷ ইহাদিগকে আনিয়া দেই আর যদ্যপি অতিশয় দূর গমন করি তথাপি আহ্বান মাত্রেই আগমন করি । শিকারি পক্ষিকে তুমি ত্যজ যত দূরে। অtহীন করিলে হৃষ্ট চিত্তে আসে ফিরে । পরে কুঙ্কট উত্তরু করিলেৰ তুমি যাহ কহিতেছ সে যথার্থ। তোমার পুনরাগমন আর আমার পলায়নেরওঁ কারণ এই যে তুমি কখন এক বাজকে শুন্য অর্থাৎ কাবাব করিতে দেখ নাই অrর আমি অনেক কুক্ক টকে কুটাহে ভজ্জিত করিতে দেখিয়tfছ যদ্যপি তুমি তাহা দেখিতে তবোর্তাহাদিগের নিকট আসিতেন। যদি আমি এক ছাত হইতে অন্য ছাতে পলায়ন করি কিন্তু তমি এক পর্বত হইতে অন্য পর্বতে পলায়ন করিতে | এই দৃষ্টান্ত আমি এই কারণ আনিলাম যে ইহাতে