পাতা:আনবারশোহেলি.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২২ জানবারশোহেলি । হইয়াছি, তুমি যে একটা মনকে বিরক্ত করিতেছ, তোমার অবস্থা কিপ্রকার হইবেক । o সৰ্বোপরি অবিরত আকাশ ভ্রমিছে । ছিতাহীত পক্ষে সব বিচার করিছে । যোজন করয়ে হিত ছিত হয় তাঁর । অহিত কারির পক্ষে সদা অপকার । এই কথা কৃষকের অন্তঃকরণে সংলগ্ন হইয়া বুলবুলকে মুক্ত করিল, বুলবুল মুক্ত কণ্ঠে কছিল যে হেতু তুমি আমার সছিত ভদ্রতা করিয়াছ, সে মতে উপকারের । প্রতি প্রত্যুপকার করিতে হয়, অতএব তোমকে উপদেশ করি যে এই বৃক্ষের নিম্নে যথায় দণ্ডায়মান রহিয়াছ, ভধায় এক ধন পূর্ণ কলস আছে, উঠাইয় আপন প্রয়োজনের নিবৃত্তি করছ, কৃষক সেই স্থানে গমন করিয়া বুলবুলের কথা যথার্থ পাইয়। কহিল, হে বুল্লখ আশ্চর্য ষে তুমি মৃত্তিকার অধঃস্থ কলষকে দেখিতে পাইলে পাংশু নিমুস্থ আপন বলবান জনকে দেখিতে পাইলে না, বুলবুল কহিল তুমি জান না যে ঈশ্বরেচ্ছ। সকল পরিদেবনাকে ব্যর্থ করে.এবং তৎসছ সমকক্ষত করা যায় না, যৎকালে ঈশ্বরেচ্ছ। অবতীর্ণহয় না, দৃষ্টবান চক্ষেরি জ্যোতি থাকে না, অর্থাৎ কোন চেষ্টাতেই উপায় দর্শে না । নাহি কর বিপরীত ঈশ্বর ইচ্ছার । যে হেতু নাহিক কিছু ক্ষমতা তোমার ।