পাতা:আনবারশোহেলি.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩o * আনবারশোহেলি । হইল, এক দিবস ব্যাঘ্র আহারানুেষণে গমন করিবার এক মত্ত হস্তির সহিত সাক্ষাৎ হইয়া উভয় মধ্যে,ঘোর তর যুদ্ধ উপস্থিতে ব্যাঘ্র কয়েক স্থানে আঘাতী হইয়। স্বস্থানে প্রত্যাগমন করতঃ ক্লিষ্টত। প্রযুক্ত এক পাশ্বের্ণ পড়িয়। রছিল । নেকড়ে ও কাক ও শৃগাল ভৎপাত্রাবিশিষ্টে প্রতিপালিত হইতেছিল, সুতরাং তাহারাও নিরtহার থাকিল, কিন্তু যে হেতু ব্যান্ত্রের দীন স্বভাব ছিল এবং র:জীদিগের কত্তব্য আপন গৌরব ও সম্মানানুরোধে তাহীদের প্রতি বিশেষ যত্ন করিত, তদবস্থা দৃষ্টি করিয়া সকাতরে কহিল, আমার আপন কষ্টাপেক্ষ। তোমাfদগের অস্বচ্ছন্দত। অধিক কষ্ট বোধ করি, যদি নিকট মধ্যে কোন আহার হস্তগত করিতে পারহ আমি বাহির হইয়। তোমাদিগের মানস পূর্ণ করি। তাহার। ব্যান্ত্রের নিকট হইতে বহিস্কৃত হইয়। নিজনে সকলে একত্রে পরামর্শ করিয়া কছিলেন যে এই বনে উষ্ট্রের থাকাতে কি ইষ্টসিদ্ধি, ন। রাজারি কোন লভ্য আছে, কি অfমাদিগের সহিত ৰিশেষ প্রণয় জন্মিয়াছে, এক্ষণে তাহারে বিনাশ করণ বিষয়ে ব্যান্ত্রের প্রতি প্রবৃত্তি দেওয়া কত্তব্য, যাহাতে, দুই তিন দিবসের জন্য রাজা আহারানুেষণে বিশ্রান্ত হইতে পরিবেনু এবং আমাদিগের অবস্থানুযায়ি লভ্য সম্ভাবনা, শৃগাল কহিল এ চিন্ত ত্যাগ কর, যেহেতু ব্যায় তাহাকে অভয় দান করিয়। অtপন নিকট