পাতা:আনবারশোহেলি.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ২৭৩ নান। বর্ণীয় বৃক্ষাদি শিখি পুচ্ছের ন্যায় শোভ। বৃদ্ধি করিয়াছিল, এবং স্বর্ণমণ্ডিত পুর্যপ সকল রাজ মুকুটের তুল্য দীপ্তিমান হইয়াছিল, তস্মৃত্তিক সুন্দরির চিবুকের মত পরিস্কত এবং তাহার মন্দ২ সমীরণে তদিক সুবলিত, তরুণ বৃক্ষাদি অসীম ফল ভরে বৃদ্ধের ন্যায় বক্র হইয়াছিল এবং অমৃতাক্ত ফলাদিতে স্বৰ্গীয় উপাদেয় দ্রব্যাদির ন্যায় উত্তাপ সংলগ্ন হয় নাই, নান৷ জাতীয় বাসন্ত ফলাদি সমূর্ণ রসাভিষিক্ত এবং সে ফলের সৌন্দর্য্যত। রমণীর সুন্দরাগ্যের মত মন হরণ করিয়া ছিল । সেবফল উপমেয় সুন্দরী গণ্ডেতে । উদ্যানে শোভিত হয় লোহ ও বর্ণেতে । দশপ তুল্য সেব ফলে বৃক্ষ আলো করে । . দিন মানে দীপ কেব। দেখে বৃক্ষোপরে । , আর প্রত্যেক শাখায় পেয়ার। ফল সকল অমৃত পাত্র লইয়া দেদীপ্যমান রহিয়াছিল । , পেয়ার। ফলের গুণ কি পারি কছিতে । অমৃতের পাত্র যেম শোভিছে শূন্যেতে । - সুন্দরীর ওষ্ঠ তুল্য দাড়িম্ব হালিছে। প্রেমিকের মুখ যাতে সরল হতেছে । পরীক্ষা করণ হেতু আকাশ তাছারে । ফেলিল মুক্তার পাতি অগ্নির ভিতরে । क्तः