পাতা:আনবারশোহেলি.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । 8وعيه ছিলেন ইতোমধ্যে এক পর্বতোপরি দৃষ্টি পতন ছইল ঐ পর্ব্বতের উচ্চত। দাতা ব্যক্তির সাহসের ন্যায় এবং যথার্থ বিচার কারক রাজার ধনের স্থিরতার ন্যায় স্থির, অনন্তর ঐ পর্বতের অধেtভাগে তিমির ময় এক গহ্বর দেখিলেন ঐ গহ্বরের দ্বারে তেজঃপুঞ্জ এক ব্যক্তি দেীবা রিকের ন্যায় বসিয়া আছেন পরন্তু ঐ সম্যালির প্রতি যখন রাজার দৃকপাত হইল তখন তিনি তন্নিকট গামী হইতে ইচ্ছুক হইলেন এবং ঐ বৃদ্ধ স্বীয় উজ্জল মানসে রাজার মানস জ্ঞাত হইয়। তাছার প্রশংসা করিতে লাগিলেন । পরি, রাজ্যে অভিষিক্ত হইয়াছ তুমি । পাইয়াছ পুণ্যবলে পরিদের ভূমি । মম মন চক্ষে তব বসতির স্থল । অশ্ব ত্যজি এস ২ বিল স্ব বিফল | ছে মহারাজ স্বর্ণ মণ্ডিত অট্টালিকার পরিবর্ত্তে দুঃখি দিগের যে কুটীয় সে অতি নিকৃষ্ট বটে, কিন্তু চিরকাল এই রীতি ও আচরণ আছে যে রাজারদিগের অনুগ্রহের দৃষ্টি উদাসীনদিগের প্রতি আছে এবং বিরল বালি দিগের নিকট গমন করিয়া তাহারদিগের মান বৃদ্ধি করিয়াছেন, আর ঐ গমনকে নিতান্ত সচ্চরিত্র ও যোগির ন্যায় প্রশংসান্বিত বোধ করিয়াছেন । দরিদ্রে করিলে দয়া পরে এই ছয় । যশোমান বদ্ধি হয়ে চিরকাল রয়।