পাতা:আনবারশোহেলি.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । NᎼᎶr অসংখ্য প্রতাপ ছিল সোলেম। রাজার । 'তথাপি কীটের প্রতি দৃষ্টি ছিল তার। পরে দাবশিলীম রাজা ঐ মহাপুৰুষের বাক্য গ্রাহ্য করিয়। তুরঙ্গ হইতে নামিলেন আর তাছার সহিত প্রণয় করিয় বর প্রার্থনা করিলেন । ভাগ্যবলে পায় যেই তপস্থির বর । আপন মনের তত্ত্ব জানে সেই নর। পরমার্থ তত্ত্ব যদি জানে কোন জন । তপস্থির অনুগ্রহ তাহাতে কারণ । পরে রপজ। তাইণর নিকট হইতে বিদায় প্রার্থন করণে ঐ মহাপুরুষ শিষ্টাচার করিতে লাগিলেন । তুমি যে রাজন, করি নিমন্ত্রণ, তাদৃক শক্তি মোর নাই । তfছুtর কারণ, তপস্বী নিৰ্দ্ধন, খাদ্য দ্রব্য কোথ। পাই । কিন্তু উপস্থিত মতে এক উত্তম বস্তু আমার নিকট আছে যাহা আমি পিত হইতে প্রাপ্ত ছইয়t fছ তাহাই তোমাকে অতিথ্যরূপে প্রদান করিতেছি, সে বস্তু কি না; বিজক অর্থাৎ ধন নিদশন পত্র, তাহার বিবরণ এই যে এই গর্ত্তের মধ্যে এক বৃহৎ ধনাগারে মুদ্র ও রত্নাদি বিস্তর আছে, আর আমি আনন্দের এক ধনাগার পাইয়াছিলাম, (তৎ, ধৈর্য্যরূপং ধনাগারং ন কদাচিৎ, ক্ষয়ং ব্রজেৎ) একারণ ঐ ধন