পাতা:আনবারশোহেলি.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ND Sు আনবারশোঙ্কেল । গারের অন্বেষণ আমি করি নাই, আর ঈশ্বরে আত্ম সমপর্ণ রূপ পণ্যবীথিকাতে যদ্ব্যতিরিক্তি অন্য কোন মুদ্রার চলিত নাই সেই ধৈর্যারূপ। মুদ্র আমি স্বীষে। পজীবিক লাভার্থে সঞ্চয় করিয়াছি । ঈশ্বরে যে জন দেহ নাহি সমাপিল । পৃথিবী মণ্ডলে সেই কিছু না দেখিল । ধৈর্য্যরপ মঙ্ক ত্বত। ন ধরিল যেই । সর মপ্যে কে°ন বস্তু না পাইল সেই । অ’র যদ্যপি মহারাজ। অনুগ্রহ করিয়া ঐ ধনাগার অনুেষণে ভৃত্যগণকে নিযুক্ত করেন ও তাহার। তত্রস্থ রত্নাদি রাজভাণ্ডারে স্থাপিত করিয়া উচিত কর্ম্মে ব্যয় করে, তবে তাহ আশচর্য নক্ষে, দাবশীলিম এই বাক্য শ্রবণ করিয়া আত্ম স্বপুের বিবরণ ঐ মহাপুৰুষের নিকট প্রকাশ করিলেন যে তোমার নিকট এই সনাগার অতি ক্ষুদ্র বটে, কিন্তু দৈবাধীন বাহা পাওয়া যায় তাছ। স্বীকার কর। অত্যাবশ্যক । দৈবাধীন যে সকল বস্তু পাওয়া যায় । তাহাতে কখন নাহি কলঙ্ক ঘটায় । অনন্তর মহারাজের অনুমতানুসারে কিয়ং ভূত্য গণের ঐ গর্ভের চতুর্দ্দিক খনন করিতে প্রবৃত্ত হইল, আর কিঞ্চিৎ বিলম্বে ঐ ধনাগারের বক্স পাইয়া তত্রস্থ তাবৎ রত্নাদি আনয়ন করিয়। রাজার সমুখে স্থাপন করিলেক ।