পাতা:আনবারশোহেলি.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ৩৭ তার মধ্যে ছিল বহু রজত কাঞ্চন . "রাজযোগ্য মনোহর মুক্ত আভরণ । কঙ্কণ অঙ্গুরী আর স্বর্ণ কর্ণ বালা । সিন্দুকেতে সুবর্ণ সুবর্ণময় তাল।। বাট ভরা ছিল যত মাণিকাদি ধন । সিন্দুকে আছিল স্বর্ণ রৌপ্যের বাসন । আরং ছিল চাৰু দ্রব্য সমুদয় । বর্ণনেতে বর্ণাবলী বলবতী নয় । পরে রাজাজ্ঞানুসারে বাট ও সিন্দুকের ডাল। শুলিয়া তমধ্যস্থ উত্তমং দ্রব্যাদি দর্শন করিলেক আর তন্মধ্যে বহুমূল্য স্বর্ণ রত্নাদিতে মণ্ডিত এক সিন্দুক দেখিলেক ঐ সিন্দুকের চতুৰ্দ্ধিক দৃঢ়তর পতর দ্বারা বদ্ধ ছিল, তাছার যে তালা সে রূমীয় তালার ন্যায় ইয়াতের দ্বারু নির্ম্মিত কিন্তু স্বর্ণ খচিত এবং ঐ তালার কল এমত উত্তম ছিল যে অন্য কোন བྷོཌཱf་ལྡེའུ་ অর্থাৎ চাবি দ্বারা মোচন করা যায় না এবং তাছার কুঞ্জি অনেক অনৃেষণ করিয়া না পাওয়াতে খুলিবার নানা প্রকার উপায় চেষ্টা করিলেক তথাপি খুলিতে শক্ত হইলেন না, আর রাজা ঐ তালা খুলিয়। তন্মধ্যস্থ দ্রব্যাদি দর্শন করিতে অত্যন্ত ইচ্ছুক হইলেন এবং অন্তঃকরণে চিন্ত করিলেন যে সর্বাপেক্ষ বহু মূল্য কোন উত্তম বস্তু ইহার মধ্যে সমৰ্পিত আছে, নতুবা এপ দৃঢ় তর করিবার কারণ কি P অনন্তর