পাতা:আনবারশোহেলি.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি ? ৩ তোমার দয়াতে আমি কিঞ্চিৎ থাইতে পাই, আর ভোযার সঙ্গ গুণে কিঞ্চিৎ সম্ভ্রান্তও হইতোপারি। বিজ্ঞ জন সভাতে বিমুখ ন হইবে। মান্য মানবের কটি নাছিক ছাড়িবে। পরে ঐ প্রতিবাসি অtখুভূক উহার ক্রন্দনেতে কৃপ বিষ্ট চিত্ত হইয়। কহিলেক, যে এবার তোমাকে ন৷ লইয়। তথায় যাইব না - অনন্তর এই সুসম্বাদে পুনঃ জীবত মানের ন্যায় হৃষ্টান্তঃকরণে কুড়িয়ার চাল হইতে নামিয়। বুড়ির নিকট এই সকল সংবাদ কহিলেক, পরে বুড়ি কহিতে লাগিল, হে প্রিয় পাত্র কাহার বাক্যেতে ভুলিও না, ধৈর্য অবলম্বন করিয়া আমার গৃহেতে বাস কর, লোfভর লোভ ৰূপ যে ভাণ্ড পূর্ণ হয় না । লোভ ৰূপ ভাণ্ড পূর্ণ নহে কদাচন । যাবৎ না হয় মৃত্যু পাশে নিবন্ধন । ঐ দরিদ্র বিড়ালের রাজ ভোগ্য সামগ্রীতে এৰূপ লোভ হইয়াছিল যে কাছারও কgitয় তাছা বিস্মৃত হয় না । লোভী গণ নিকটে সমগ্র উপদেশ । পিঞ্জর ভিতরে যথা বায়ুর প্রবেশ । অনন্তর পর দিবস সেই প্রতি বালি মজ্জির্ণরের সহিত রাজ সভায় গমন করিল। গত দিবস রাজার ভোজন সময়ে কএক মাজার একত্রিত হইয়া দ্বন্দু করণে সকলে বিরক্ত হইয়াছিল একারণ তৎপর দিবসে