পাতা:আনবারশোহেলি.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এতদগ্রন্থ চতুৰ্দশ খণ্ড দ্বার বিভক্ত তদ্বিবরণ প্রথম খণ্ডে ক্রর দিগের বাক্যে বিশ্বাস করিবেক না, দ্বিতীয় খণ্ডে কুকর্ম্মকারি গণের কর্ম্মোপযুক্ত ফলাফল এবং , শেষ বিবেচনা না করিয়া কর্ম্মে প্রবৃত্ত হয় তদ্বিবরণ, তৃতীয় খণ্ডে বন্ধ,তায় এবং বন্ধ সাহায্যে কি ফল লভ্য হয়, চতুর্থ খণ্ডে শক্রদগের যত্বে এবং প্রিয়বাক্যে भ1 ভুলিলে কি ফল লভা হয় তদ্বিবরণ, পঞ্চম খণ্ডে আলস্য যুক্ত ব্যক্তির অলস তা প্রযুক্ত স্বীয় কর্ম্ম নষ্ট হয় তদ্বিবরণ, ষষ্ঠ খণ্ডে কোন২ বিষয় শীঘ্র নিৰ্বাহ করিতে রিপদুপস্থিত হয় তদ্বিবরণ, সপ্তম খণ্ডে তক নুসন্ধান দ্বার। শত্রুদিগের হস্ত হইতে পরিত্রাণ হওনের বিবরণ, অষ্টম খণ্ডে হিংস্র মনুষ্যের* নিকট পরিত্রাণ এবং তাহারদিঞ্জের বুদ্ধির প্র খ্যতায় বিশ্বাস করিবে না তদ্বিবরণ, নবম খণ্ডে ক্ষান্তি গুণে কি ফল ফলে তদ্বিব - রণ, দশম খণ্ডে যথাযোগ্য ব্যক্তির তদুপযুক্ত কর্ম্ম পাইবার বিবরণ, একাদশ খণ্ডে অনিশ্চিত অধিক আশা প্রযুক্ত নিশ্চিত স্বীয় কর্ম্ম হইতে নৈরাশ্য হইবে না তদ্বিবরণ, দ্বাদশ খণ্ডে ক্ষমাতে ক্লি ফল প্রাপ্ত হয় তাহার বিবরণ, ত্রয়োদশ খণ্ডে মিথ্যাবাদি দিগের বাক্য শ্রবণ যোগ্য নহে, চতুড়শ খণ্ডে মিথ্যাবাদি দিগের প্রতি অনুগ্রহের বিষয় বিবরণ এবং رع (قة قة উপর ভরল রাখ। কর্ত্তব্য । ক্রীগোপীমোহন শর্ম্মণাম ।