পাতা:আনবারশোহেলি.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । tyNరి তাহাতে আছয়ে বৃক্ষ যত শোভ কর। তুবা বৃক্ষ হতে সেই অতি মনোহর ।. তথায় তৃণের কথা কি কছিব হয় । সত্তসন জিনি তাহ অতি শোভা পায় । ঐ কানন অতিশয় স্নিগ্ধ ছিল, এ কারণ তাহার নাম ফর। তাiফজ। অর্থাৎ সন্তোষ বদ্ধক ছিল । তন্মধ্যে এক পশু-রাজ থাকিত । তgহার প্রতাপে ব্যাঘ্রাদি কোন পশু তাছার মধ্যে প্রবেশ করিতে শক্ত হইত না । পশু-রাজ করে রাগ প্রস্তর উপরে । লাঙ্গুল আঘাত ঘ দ্য তথ। বসি করে । আকাশের সিংহ ভদ৷ পেয়ে বড় ভয় । হস্ত পদ ছাড়ি দিয়া ভেকো হয়ে রয় । সেই সিংহ এক দিন যে পথে বলিত । বহু দিন সেই পথ মানব ত্যজিত । ঐ সিংহ বহু কাল পর্যন্ত ঐ কাননে স্বীয় মনোবাঞ্ছ। পূর্ণ করত কাল যাপন করিয়া ছিল । তাহার একটা শাবক ছিল, তদ্বদন দর্শনে ঐ সিংছ পৃথিবীকে উজ্বল বোধ করিত, আর সর্বদা এই চিন্তা করিত যে আমার এই শাবক যখন বড় হইয়। বড়২ ব্যাঘ্রাদি শিকার করিতে যোগ্য হইবেক, তখন এই বনের রাজত্ব ভার তাহাকে অপর্ণ করিয়৷ আমি নিশ্চিন্ত হইয়। নিৰ্জ্জনে থাকিব। পরে তাছার মনোরথ ৰূপ বৃক্ষের অঙ্কুর ন হইতে ২ তা হার পরমায়ুর শেষ হইল । অনন্ত