পাতা:আনবারশোহেলি.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । Vア(。 তার সনে যুদ্ধ করা যুক্তি যুক্ত নয়। ইহাতে উচিত এই শুন দিয়) মন । তাছার সহিত তুমি করহ মিলন । এই কথ। ঐ সিংহ শাবকের মনোনীত হইয়। পরামর্ম করিয়া দেখিলেক, যে ঐ ব্যান্ত্রের নিকট দাসত্ব স্বীকার করিয়। তাছার মনোনীত কর্ম্ম প্রাণ পণে করি । পরে ঐ পশু-রাজের অমাতা দ্বার রাজার নিকট উপস্থিত হইয়। তা তার অনুগ্রহে তে আত্মোপযুক্ত কর্ম্মে নিযুক্ত হইয়। দণ্ডে২ এয ত উত্তম ৰূপে কয়া করিতে লাগিল, যে রাজ। তা হাতে সন্তুষ্ট হইয়। ক্রমে তাহাকে উচ্চ পদে নিযুক্ত করিতে লাগিলেন, তাছাতে যদ্যপি তাবৎ আমাভ্য গণের। তাছাকে শক্র বোধ করিল, কিন্তু সে ব্যক্তি তথাপি তা হাতে ক্ষোভিত না হইয়। আপন অধিকারের কম কদা চ ত্যাগ করিল ন। বরং পূর্ব্বাপেক্ষ। আরও অধিক মনোযোগ পূর্ব্বক কর্ম্ম করিতে লাগিল । se কর্ম্মেতে সত্বর দেখ হয়, যেই জন । সর্ব্বাপে মুদ। বহু কর্ম্ম করে সেই জন । এক সময় ঐ পশু রাজার বহু দূরস্তরে আবশ্যক এক কর্ম্ম উপস্থিত হইল, তৎকালীন সূর্যের তেজঃ এমত তীক্ষু ছিল, যে তাহাতে পশু গণের মজ্জা সকল উষ্ণ ইইত, আর কটাতে পেরি মৎস্য যাদুশ ভর্জিত হয় তাদৃশ কঙ্কটি সকল জল মধ্যে ভর্জিত হইল।