পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৪ , জাবকারস হাগুৰুক। 온지 1 е: পারিভামিক । ১ ধারা। “ বঙ্গদেীয় ১৮৭৮ সালের জাবকারী জাইন সংক্ষেপ নামের কখ। নামে এই আইনের উল্লেখ হইতে পরিবে । o ২ ধারা । পশ্চাদ্ভাগে যে স্থলের স্পষ্ট নির্দেশ হইল তদ্ভিন্ন বতরে বাপ্তি হইৰে ও স্থলে যৎকালে যে দেশ বঙ্গদেশের খে অবধি প্রচলিত হইবে ঐসুত লেপ্টেনেন্ট গবর্ণর সাহেবের डङ्घ्रिषथङ् क्षितः । শাসনাধীন থাকে এই আইন সেই সমস্ত দেশে প্রচলিত হইবে, ও ষে তারিখে শ্রীযুত গবর্ণর জেনরল সাহেবের সম্মতি পূর্ব্বক কলিকাতা গেজেটে প্রকাশ করা স্নায় সেই তারিখ অবধি প্রবল করা যাইবে । ৩ ধারা । এই আইনের তফসীলে ষে যে আইন নির্দিষ্ট ৰেৰে জাইন রস্থিত হইল হইল, তাহ ঐ তফসীলের তৃতীয তদ্বিষয়ক কথা । ঘরে যত দূর উল্লেখ হইয়াছে তত দূর রহিত করা গেল । রহিতু হইলেও উক্ত কোন আইন দ্বারা যে পদ কি ক্ষমতা কি বিষয় উঠাইয়া দেওয়া গিয়াছে তাহ পুনঃ স্থাপিত হইবে না ও এই আইন প্রচলিত হওনের পূর্ব্বে যে কোন কার্য্য করা “কি ভোগ করা গিয়াছে ও ষে কোন স্বত্ব কি অধিকার কি কর্ত্তব্য কর্ম্ম কি দায় ঘটিয়াছে তাহার সিদ্ধতার ব্যতিক্রম হুইবে না ।