পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... . .\ ۹-می

  • 8 জাৰকারস হ্যাগুৰুক ।

এই ধারার কার্ধ্য পক্ষে “শরাৰ সাজান" শব্দে যাহা জানিতে হুইবে বোর্ডের সাহেবের বিধি প্রণয়ন করিয়া ইহা নির্ণয় করিতে পারিবেন। এই আইনমতে মাদক দ্রব্য শব্দে স্থানীয় গবর্ণমেণ্ট যে ষে দ্রব্য গণ্য বলিয়া নির্দেশ করেন, সেই সেই দ্রব্যের খুজরা বিক্র বলিয়া বাহা জ্ঞান হইবে, বোর্ডের, সাহেবের সময়ে সময়ে ইহাও নির্ণয় করিতে পায়িবেন। 尊 ১৬ ধারা । গাজা কি ভাঙ্গ ধে গাছে হয় সেই গাছের

  • _ চাষী ঐ গাছ কি তাহ হইতে উৎ

སྨན་ལྷ་གཙོ་འཁོར་བ་ན་ཟ་ পন্ন গাজা কি ভাঙ্গ, কালেক্টর সাহে বের ছাড়পত্র বা লাইসেন্সের দ্বারা নিয়মিত রূপে ক্রয় করিবার অনুমতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া কোন ব্যক্তির নিকট বিক্রয় করিবেন না । ১৭ ধারা কোন ব্যক্তি লাইসেন্স প্রাপ্ত প্রস্তুতকারী বা त्न चाहेनोक्स्ड नकछेँ ।" না হইলে, কিম্বা লাইসেন্সবাখিবার কথা । প্রাপ্ত বিক্রেতাকে আবকারী মাহলযোগ্য দ্রব্য যোগাইবার ক্ষমতা নিয়মমতে প্রাপ্ত না হইলে ১৫ ধারার নির্দিষ্ট পরিমাণের অধিক কিম্ব। উক্ত কোন দ্রব্যের খুজর বিক্রয়ের সীমা বলিয়া বোর্ড উক্ত ধারামতে ষে পরিমাণ ধার্য্য করেন সেই পরিমাণের অধিক, ঐরূপ দ্রব্য নিকটে রাখিবেন না । [ ১৮৮৩ সালের বঙ্গীয় ১ আইনের ৫ ধারা ] to. ১৪ ক ধারা । যে উগ্র গাজলা শরাব সমুদ্রপথে আমদানী