পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*SR আৰকারসূ হাগুৰুক । , বাখা গিয়াছে' কি গোপন করা গিয়াছে, কালেক্টর সাহেবের এমত জান করিবার কারণ থাকিলে, তিনি সেই স্বরে কি নৌকায় কি স্থানে অন্বেষণ করিবার পরওয়ানা দিতে পারিবেন। করপরাল বা হেড কনষ্টেবলের অনধীন শ্রেণীর কোন কার্য্যকারক ৪৭ ধারার নির্দিষ্টমতে ঐ পরওয়ানা অনুসারে কার্ধ্য করিতে পারিবেন। s৮ ধারা। কালেক্টর সাহেবের পরানামতে কোন গ্রেপ্তার কি ধৃত কর- ব্যক্তিকে গ্রেপ্তার কি কোন দ্রব্য ধৃত tभत्र •ान कारीअपात्रौद्र कष। ****** কালেক্টর সাহেব যন্দ্রপ o তদারক করা আবশু্যক জ্ঞান করেন তাহা করিলে পর ঐ গ্রেপ্তার করা ব্যক্তিকে কিম্বা ঐ স্থত দ্রব্য কোন মাজিষ্ট্রেটের নিকট, কিম্বা সেই ব্যক্তি কি দ্রব্য কলিকাতা নগরে প্লুত হইয়া থাকিলে প্রেসিডেন্সী মাজিষ্ট্রেটের নিকট পাঠাইবেন কিম্বা সেই ব্যক্তিকে কি সেই দ্রব্য তৎক্ষণাৎ ছাড়িয়া দিবার আজ্ঞা করিবেন। ৪১ ধারা। কালেক্টর সাহেব কিম্বা অবকারী কর্ম্মকারক rare, mar বা যে লোকদিগকে পোদাদের জিস্থায় वांवरकईौ কৰুকারকের চালনি করেন তদ্ভিন্ন কোন চালানকর লোকভিন্ন ৰক্ত ব্যক্তির নামে অভিযোগ হইলে লোকদের বিষয়ে কার্য প্রশ+ উক্ত প্রত্যেক মাজিষ্ট্রেট র্তাহার লীর কথা ৷ f নামে উপস্থিত হইবার সমন o দিবেন। • ৫• ধারা। এই আইনের বিধানের বিপক্ষে কিম্ব এই