পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|vօ (১) কোন নির্দিষ্ট পরিমাণের ভাটা দিয়া, (২) গাজল উঠাইবার পাত্র বা মাইটের আকার ও পরিমাণ নিৰ্দ্ধারিত করিয়া । আবকারী কর্ম্মচারীগণ প্রথমতঃ যে সকল স্থানে ভাটী আছে-তথায় অনুসন্ধান দ্বারা জানিবেন যে কত মদ প্রত্যেক ভাটীতে প্রত্যহ বিক্রয়ের জন্য নিতান্ত আবশ্যক । ইহা অবগত হইয়া তাহারা সেই সেই স্থানে সেই সেই পরিমাণ মদ প্রস্তুত হইতে পারে এরূপ আকারের ভাটী দিবেন। এই রূপে কোথায় ১০, কোথায় ২০ কোথাও বা তদধিক গঠনের ভাট দেওয়া হইবে । এই সকল ভাটী যাহাতে তামার হয় তাহার চেষ্ট। করা হইবে এবং ভাটী পরিবর্তন ষাহাতে না চলে এই জন্ম আবকারী কর্ম্মচারী দ্বারা ভাটীতে কোন নির্দিষ্ট চিচু দেওয়া হইবে । 3 ৪। ষে সকল স্থানে মিউনিসিপালিটী আছে, অথচ যথায় সুরকারী ভাটপানা চলিতে পারে না, তথায় ঐ মিউনিসিপালিটী ন্যায্য অপত্তি করিলে সহরের বসতির মধ্যে কোন স্থানে খোলা ভাটী করিতে দেওয়া হইবে না। মিউনিসিপালিটীর কমিসনরদিগের পরামর্শানুযায়ী সহরের বাহিরে কোন স্থানে ভtট খুলিয়া মদ চোলাই করিতে দেওয়া হইবে । ৫ । মদের একট নূ্যন মূল্য নিৰ্দ্ধারিত করিবার প্রস্তাব ও কমিসন করিয়া দেন। ভাটীর চুলাই ক্ষমতা নিদিষ্ট থাকিলে কোমৃ ভাটীতে কত মদ হইবে তাহ সহজেই জানিতে পারা যাইবে । এই মদের উপর নিদিষ্ট লাইসেন্স ফি আদায করিলে ভাটীদার কখনই লোকসান করিয়া অল্প মূল্যে মদ