পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՀ` আৰকারস হ্যাণ্ডবুক । (খ ) খুচরা বিক্রয়ের লাইসেন্স ফি। (গ) প্রকৃত ষত পরিমাণ মদ ব্যবহার হয় তাহার উপর ট্যাক্স। , (ঘ) মদ চোয়ান জন্য যে যে দ্রব্য ব্যবহার হয় তাহার উপর ট্যাক্স । , (ঙ) গবর্ণমেণ্টের ভাটিখানায় প্রত্যেক ভাটির উপর ট্যাক্স । (চ) খোলা ভাটির উপর ট্যাক্স । ৩। বিলাতি আমদানি উগ্র মদ ও বিলাতি ধরণে এ দেশে প্রস্তুত উগ্র মদের উপর সকল জেলায় থোক বিক্রয়ের জন্ত বাৎসরিক ৫০ টাকা ট্যাক্স দিতে হয়। . ৪ । কলিকাতা সহিত সমস্ত জেলায় উপরিলিখিত সমস্ত প্রকার মাদক দ্রব্যের উপর খুচরা বিক্রয়ের জন্য খুচরা বিক্রয়ের লাইসেন্স ফি লওয়া হয়। অবস্থানুসারে এবং বোর্ডের ধার্য্যমত এই ফি ভিন্ন ভিন্ন প্রকার হইয়া থাকে। এই লাইসেন্স ফি দুই প্রকারে লওয়া হয় ; (১ম) প্রকাশ্য নিলাম বিক্রয়ে, (২য়) স্থানের অবস্থা, লোক সংখ্যা ইত্যাদি বিবেচনা করিয়া ষে ফি ধার্য্য করা হয়। ১ম প্রকারকে “নিলাম প্রথা” ও দ্বিতীয় প্রকারকে “ফিকস্ড লাইসেন্স ফি” প্রথা কহে । , ৫ । তৃতীয় প্রকার ট্যাক্স, অর্থাৎ যে পরিমাণে কোন মাদকদ্রব্য ব্যবহার জন্য লওয়া হয় তাহার উপর যে ট্যাক্স দিতে হয় তাহাকে “ফিক্সড, ডিউটি” বা নিৰ্দ্ধারিত মাহুল প্রথা কহে। ইহাতে কি বিলাতি আমদানি বা বিধাতি ধরণে প্রস্তুত উগ্র মদ, কি দেশী মদ, কি গাজ। সিদ্ধি বা ভাঙ্গ, চরস সকলেই বর্ত্তে । লাইসেন্স ফি ছাড়াও এ ট্যাক্স দিতে হয়। বিলাতি আম