পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 * অবকারসূ হ্যাণ্ডবুক । ৬। চতুর্থ প্রকার কর, অর্থাৎ মদ টােম্বাইবার জন্য ষে যে দ্রব্য প্রয়োজন তাহার উপর যে কর দিতেহয় কয়েকট নির্দিষ্ট জেলায় কেবল এই প্রথায় কর আদায় হয়। * ৭ । পঞ্চম প্রকার কর, দেশী মদ প্রস্তুত কারক দিগের নিকট এবর্ণমেণ্ট প্রতি ভাটখানায় প্রস্তুত প্রতি গ্যালনের উপর স্বরভাড়া স্বরূপ ষ্টেকর লওয়া হয়। ৮। ষষ্ঠ প্রকার কর, খোলাভঁটি ইজারা লইলে দিতে হয । একটী ভাটী ও তদুৎপন্ন মদ বিক্রয়ের জন্য মাসিক ফি লইয়া লাইসেন্স দেওয়া হয়। ইহার ফির হার কখন কখন কলেক্টর কর্তৃক নির্দিষ্ট হয়, কখন বা একটা অনু্যন ফি স্থির করিয়া তাহার উপর সর্ব্বোচ্চ ডাক নিলামে বিক্রিত হয়। " ৯ । তাড়ি, পাচই, সিদ্ধি, ভাঙ্গ, কিম্বা মাজন বিক্রয়ের লাইসেন্স নিলাম ডাকে বিক্রয় হয়। কলেক্টর কর্তৃক প্রথম একটা সর্ব্ব নিম্নদর স্থির হইলে পরে এই সকল দ্রব্যের লাইসেন্স ভিন্ন অন্য ট্যাক্স দিতে হয় না। কলিকাতা ও বোর্ডের ধার্য্যমত অন্য জেলায় কেবল সিদ্ধি কিম্বা ভাঙ্গের উপর অন্য ট্যাক্স লওয়া হয়। এই প্রকারকে, “মাসিক ট্যাক্স” প্রথা কহে ।

  • পাটনা, গয়া, মজফরপুর, দারভাঙ্গা, সাহাবাদ, সারণ, মুঙ্গের । ত্রয়োদশ পরিচ্ছেদ ৪ বিধি দেখু ।