পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: আবকীরস হ্যাণ্ডবুক । ১২ । “ ফিক্সড ” ফির দোকানদার হইলে কলেক্টর সাহেব বিবেচনা মত ক্ষতি পূরণ করিবেন। বোঃ ২৭ । তৃতীয় পরিচ্ছেদ । নিলাম বিক্রয় । - ১। বলীয় ব্যবস্থাপক সভার ১৮৭৪ খৃষ্ট্রান্ধের ৭ আইনানুসারে বোর্ড অগ্রিম দেয় লাইসেন্স ফি ধার্য্য ও আদায় করিতে পারেন এবং লাইসেন্সে লিখিত মত টাকা না দিলে লাইসেন্স ক্যান্সেল ও অগ্রিম দত্ত টাকা বাজেয়াপ্ত করিতেও পারেন । মাসিক দেয় লাইসেন্স ফি বিজ্ঞাপন মত নিলাম ডাকে স্থির হয়। নিলাম হইবার অন্ততঃ ১৫ দিবস পূর্ব্ব হইতে কলেক্টরি কাছারীতে এবং নিলামের দিবস নিলামের স্থানে যে সকল দোকান নিলাম হইবে তাহার এক লিষ্ট লটুকাইয়া দেওয়া হয়।* বিশেষ কারণ না হইলে বৎসরের মধ্যে কলেক্টর সাহেব ঐ সকল দোকান ব্যতীত আর নূতন দোকান খুলিবার জন্য লাইসেন্স দিবেন না । এই সুবিধা থাকায় দোকানদারগণ অনায়াসেই বুঝিতে পারেন যে, কোন্‌ দোকানে কত বিক্রয় সম্ভব। কলেক্টর সাহেব সকলের উচ্চশ্রেণী:ডাক গ্রাহ্য করিতে বাধ্য নহেন। তিনি ইচ্ছা করিলে অন্যের অধিক ডাক সত্বেও পূর্ব দোকান

  • তৃতীয় পরিচ্ছেদ ৮ বিধি ৯ হইতে ১৩ ।