পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'of অবকারসূ জ্যাণ্ডবুক । কর্তৃক লাইসেন্স ক্যান্সেল হইলে অগ্রিমদত্ত টাকা বাজেয়াপ্ত হইবে না। বোঃ ৩৪ । ৪। নূতন দোকানের বন্দোবস্ত হইয়া গেলে সে বৎসর কলেক্টর সাহেব আর নূতন দোকান স্থাপন করিতে পারিবেন না। তবে মেলার জন্য যদি ঐ মেলার নিকটস্থ দোকানদার মেলাস্থ লোকের সরবরাহ করিতে না পারেন, তবে নৃতন দোকান বসান যাইতে পারে। অন্য কোন দোকানদার আপত্তি না করিলে বৎসরের মধ্যেও দোকানের স্থান পরিবর্তন করা যাইতে পারে। বোঃ ৫ । - ৫ । যে সকল জেলায় ৩ বংসরের, জনা লাইসেন্স দেওয়া হইয়াছে, তথায়ও বৎসরের মধ্যে আর নূতন দোকান বসান হইবে না ; কিন্তু বিশেষ কারণ হইলে ৰোন্ডের অনুমতি অনুসারে নূতন দোকানও বসান হইবে। এরূপ হইলে পূর্ব্ব দোকানদারগণ নিজ নিজ লাইসেন্স ছাড়িয়া দিতে পারেন, তাহাতে র্তাহাদের অগ্রিম দত্ত টাকা বাজেয়াপ্ত হইবে না। কলিকাতায়ও এ নিয়ম খাটিবে, তবে নূতন দোকানের সিকি মাইল দূরবর্তী দোকান ব্যতীত অন্য দোকানে এই নিয়ম বর্ত্তিবে না। বোঃণ্ড৷ ৬। বন্দোবস্তের পূর্ব্বে কলেক্টর সাহেব দোকান একস্থান হইতে পরিবর্তন করিয়া অন্যত্র বসাইতে পারেন। বোঃ ৭ । ৭ । নিলামের সময় প্রতি দোকানের উপর একটী দর (আপসেট প্রাইস * ) ধরিয়া কলেক্টর সাহেব তাহারই

  • সাধারণত “আপসেট প্রাইস" অর্থে এই বুঝিতে হইবে ষে, যে প্রকারের দোকান মাসিক স্বত টাকা ট্যাক্স পুর্ব্ব তিন