পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারসূ হ্যাগুৰুক । *למ উপর ডাকিতে বলবেন। যদি কেহ আপসেট প্রাইসের উপর ডাকিতে না চান তাহা হইলে তিনি নিলাম বন্দ করিয়া কমিসনার সাহেবকে লিখিবেন। যখনই নিলাম হউক, বৎসরের প্রথম নূতন বন্দোবস্তের সময় বা ক্যানসেল দোকানের বন্দোবস্তের সময়, সকল সময়ই এইরূপ নিলাম হইবে। বোr১৫ ৮। দোকান নিলামে ক্রয় করিলেও, কলিকাতার পুলিস কমিসনার সাহেবের সাটিফিকেট না পাইলে কেহ দোকান খুলিতে পারিবেন না । মফঃস্বলে যদি ম্যাজেষ্টার আপত্তি না করেন তবে খুলিতে পারিবেন। বোঃ ১৬ ৯। লাইসেন্সের টাক নিৰ্ম লিখিত দ্রব্য ও ১২ পরিচ্ছেদ বোর্ডের ৯ বিধি লিখিত দ্রব্য ব্যতীত নিম্ন লিখিত মত অগ্রিম দিতে হইবে। কিনিবার সময় দুই মাসের টাকা, লাইসেন্স যে তারিখ হইতে আরম্ভ হইবে সেই তারিখে এক মাসের, অংপরে প্রতি মাসের ১লা এক মাসের করিয়া দিতে হইবে। ত দিন না লাইসেন্সের টাকা শোধ হয় তষ্ঠ দিন এইরূপ দিতে হইবে । * বোঃ ১৭ বৎসর দিয়া আসিতেছে তাহারই মাসিক গড়পড়তা যত হয় তাহাই সেই প্রকারের দোকানের “আপসেট প্রাইস ’ । ইহা ভিন্ন দোকানের বিক্রয় দেখিয়াও আপসেট ফি ধার্ঘ্য হয় ।

  • সমস্ত ফিই মনিঅৰ্ডার করিয়া পাঠাইতে পারা যায়; ও পাঠাইলে সকলের পক্ষেই সুবিধা হয়। এমন কি টাকা এইরূপ মনিঅৰ্ডার করিয়াই পাঠান কর্ত্তব্য। মনিঅৰ্ডারে টাকা পাঠাইলে মনিঅৰ্ডারের কুপনে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি নিজ নাম,