পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারসূ হাণ্ডবুক । ్స'లి ১৩ । ১৮৭৮ খৃষ্টাব্দের ৭ আইনের ২১ ধারা লিখিত কারণ ব্যতীত যদি লাইসেন্সের সময় থাকিতে দোকান বন্ধ করা হয় তাহা হইলে নিলাম ক্রেতা অগ্রিম দত্ত টাকা ফেরত পাইবেন না। ঐ আইনের ৩০ ধারা বিধি মত যদি কোন ভেণ্ডার লাইসেন্স ত্যাগ করেন তাহা হইলে তাহাকে অগ্রিম দেয় টাকা ব্যঙ্গীতও ১৫ দিবসের ফি দিতে হইবে । * বোঃ ২৩ ১৪ নিলামে ক্রয় করিলে সেই সময়ে কলেক্টলের নিকটস্থ দোকনের লিষ্ট্রের মধ্যে যে দোকান কেনা হইল তাহব পার্শ্বে নাম বা লিখিতে না জানিলে ঢেরা সই করিতে হইবে। যদি কাহা ও সম্বন্ধে পরে পুলিসে আপত্তি করেন তবে ঐ টীক্ষা তাহাকে ফেরত দেওয়া হইবে। বোঃ ২৪ ১৫ । লাইসেন্সের কাল সাধারণতঃ ১লা এপ্রেল হইতে আবস্তু হইবে। ঐ তারিখ হইতে ১৫ দিনের মধ্যে দোকান

  • ১লা তারিখের দেয় টাকা দিতে না পারিলৈ যদি লাইসেন্স ক্যানসেল হয় তাহা হইলে তাগ্রিম দত্ত সমস্ত টাকা বাজেস্বপ্ত হইবে, অধিকন্তু যে মাসে বাজেয়াপ্ত হইল সে মাসের টাকাও আদাষ করা হইবে । লাইসেন্স স্ব ইচ্ছায় ছাড়িয়া দিলে অগ্রিম দন্ত টাকা, যে মাসে ছাড়িয়া দেওয়া হইল সেই মাসেব খাজনার টাকা. এতদ্ব্যতীত ১৮৭৮ খৃষ্টাব্দের ৭ আইনের ৩০ ধারা লিখিত ১৫ দিবসের খাজনা দণ্ড স্বরূপ দিতে হইবে। এই জন্ত যিনি বৎসবের মধ্যে লাইসেন্স ছাড়িতে চাহেন তাহাকে ১৫ দিবস আগে নোটিস দিতে হইবে। বোর্ডের সারকিউলার গ3 ২ মাৰ্চ ১৮৮৬ । o