পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Šs অবকারস্ হাণ্ডবুক। খুলিতে হইবে। তাহা না পারিলে লাইসেন্স ক্যানসেল ও টাকা বাজেয়াপ্ত হইবে। কিন্তু বিশেষ কারণ দর্শাইলে কলেক্টর সাহেব বিৱেচনামত সময় বাড়াইয়া দিতেও পারেন। বোঃ ২৫ ১৬। কলিকাতায় ক্রেতা ীিগের সুবিধা মত সমস্ত আয়োজন ঠিক ইইয়াছে এইরূপ সাটফিকেট আবগারি সুপারেনটেনডেন্ট নিকট হইতে লইয়া ১ লাই দোকান খুলিতে হইবে । ন৷ খুলিতে পারিলে লাইসেন্স ক্যানসেল ও টাকা বাজেয়াপ্ত হইবে। তবে পুলিসের সাটিফিকেট লইতে বিলম্ব হইলে কলেক্টর বিবেচনা মত সময় বাড়াইয়া দিতে পারেন। বে: ২৬ • ১৭। লাইসেন্স প্রাপ্ত দোকানদার আবগারী আইন ও বোর্ড কর্তৃক ধার্য্য নিয়মে চলিতে বাধ্য। বোঃ ২৭ ১৮। বোর্ডের বিশেষ অনুমতি অনুসারে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিগণ বার্তাহীদের মধ্যে র্যাহার কলেক্টর কর্তৃক মনোনিত হইবেন তাহার। ফিক্সড লাইসেন্স প্রথায় নিজ নিজ লাইসেন্স বদলাইয়া লইতে পারেন। র্যাহারা ইহা করিতে ইচ্ছা করেন র্তাহাদের নিলামের এক সপ্তাহ অগ্রে কলেক্টরকে জানাইতে হইবে। তাহ হইলে তাহাদের দোকান নিলামে তোলা হইবে না। লোঃ ২৮ e ১১ । যে সকল জেলায় নিলাম বিক্রয় চলিত আছে তথায়ু কেবল বিলাতি আমদানি মদের দোকানের যদি (বৎসরের শেষে অনেক অবিক্রেয় দ্রব্য (মদ), পড়িয়া থাকে ) তাহা হইলে কল্লেক্টর সাহেব বিবেচনা মত উহার ফি ধার্য্য করিতে পারেন। এরূপ হইলে সে দোকান্স নিলাম হইতে পারিবে না। বোঃ ২৯