পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$Ꭽ আবকারস্ হাণ্ডবুক । ৭ রেলওয়ে ষ্টেশ্বণে “রিফে সমেন্ট ” রুম খুলিতে হইলে ৫০ টাকা মাসিক ফি দিয়া খুচরা বিক্রয়ের লাইসেন্স লইতে হইবে । ইহাতে প্রকৃত রেলযাত্রী ও বাহিরের লোকের নিকট খুচব বিক্রয় করিতে পারা যায়। * বোঃ ৮ যষ্ঠ পরিচ্ছেদ ইংরাজী বরণে প্রস্তুত মদ বা রম । ১ । গবর্ণমেণ্টের ভঁটিতে বা সতন্ত্র ভাটিতে ইংরাজী প্রথার উপযুক্ত লাইসেন্স লইয়। মদ প্র মৃত করিতে পার। স্বায় । এরূপ লাইসেন্স লইলে অনু্যন ১০০০ টাকা গবর্ণমেণ্টের নিকট জমা বখিতে হইবে। এই টাক। আবকারি ভাইন কোনরূপে লঙ্গন করিলে বা লাইসেন্সের টাকা দিতে ন পারিলে বা অদ্য কোনরূপ দায়ি হইলে সকল বা কতকাংশ বাজেয়াপ্ত হইতে পারে। যদি কতকাংশ বাজেযাপ্ত হয় তাহা হইলে তৎক্ষণাং পূরণ করিয়া দিতে হইবে নতুবা লাইসেন্স ক্যানসেল হইবে। এতদ্ব্যতীত ভাটদারের ঐ ভাটি থানার জমি বা, বাটী, এবং সমস্ত সরমজাম দুই বা এক গবর্ণমেটের নিকট বন্ধক রাখিতে হইবে। যদি জমি বাট ভাটদাবের নিজের না হয় তাহা হইলে ৫০০০ টাকা

  • এ লাইসেক্সের জন্য যে জেলার ষ্টেশণ সেই জেলার কলেক্টরের নিকট আবেদন করিতে হইবে ।