পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারসূ হাণ্ডবুক । * b א নগদ বা কোম্পানির কাগজ জমা রাখিতে হইবে। ভাটিখানার চারিদিকে প্রাচীর ও কেবল একটী মাত্র দ্বার না থাকিলে লাইসেন্স দেওয়া হইবে না। এরূপ ভাটখানা করিতে হইলে কলিকাতার ২০ মাইলের মধ্যে হইলে, কলিকাতার আবকারী সুপরিটেণ্ডের নিকট হইতে নাইসেন্স লইতে হইবে । - ২ । এইরূপে মদ প্রস্তুত করিতে হইলে ভাটীদারকে সমস্ত ব্যয় অর্থাৎ ইহার তত্বাবধারণ জন্য কর্ম্মচারীদিগের বেতন থাকিবার লাড়ী ইত্যাদি সমস্ত ব্যয় বহন করিতে হইবে। পাস ভিন্ন মদ চালান দিতে পারিবে না। ভাটীখানা পরিস্কার পরিচ্ছন্ন ও সমস্ত দ্রব্যাদির লিষ্ট ভাটীর কার্য্যধক্ষের নিকট মধ্যে মধ্যে নিতে হইবে। সপ্তম পরিচ্ছেদ ।” নিয়মিত মাতুল দিলে ইংরাজি ধরণের প্রস্তুতিয় ম অর্থাং রম স্থানান্তরিত বা বিদেশে রপ্তানি কবিতে পাের: যায়। কষ্টম হাউসের নিয়মানুযায়ী সর্ব্বতে বিধায় চলিলে । চালানের জন্য সমস্ত ব্যয় রপ্তানিকালকে বঙ্গাল কমিতে হইবে । o