পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२६ আবকারস্ হাণ্ডবুক । অষ্টম পরিচ্ছেদ । শবজ্ঞান, শিপ ও রসায়ন কার্য্য ব্যবহারের अछ लिङ्ग्रेि भन । কোন বিজ্ঞান, শীল্প ও রসায়ণ কার্য্যে ব্যবহার জন্য ১৮৮২ খ্রীষ্টাব্দের ১১ আইননুসারে শতকরা ৫ টাকা মামুল দিয়া মদ লইবার লাইসেন্সের জন্য কালেক্টরের নিকট আবেদন করিতে হইবে। " . ২ । শতকরা ৫ টাকা মামুল দিলে কালেক্টর ভাটখানার মধ্যে উপরিল্লিখিত কার্য্যে মদ ব্যবহারের জন্য লাইসেন্স দিতে পারেন। অথবা খত লিখিয়া লইয়া যে মদ-মনুষ্যের পক্ষে পানের সম্পূর্ণ অনুপযুক্ত হইয়াছে তাহ অনত্র লইয়া ব্যবহারের লাইসেন্সও দিতে পারেন। যে যে দ্রব্য মিসাইয়া ও যেরূপে মদ মনুষ্যের পক্ষে পানের সম্পর্ণ অনুপমুক্ত হয় তাহা কালেক্টর সাহেব করিবেন । *

  • কেবল শীল্পাদি কার্য্যে ও রসায়ণে ব্যবহার্থ মদের উপব অবকারি মাহুল আদায়ের জন্য বিশেষ বিধান আবশুক হওয়ার নিমিলিখিত রূপ বিধান হইল ।

কঁ। কেবল শীল্পাদি, কার্য্য ও বসায়ণে ব্যবহারে জন্য মদ ভারতবর্ষীয় যে কোন ভঁটিখানা হইতে ৫ টাকার মস্থল