পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ আবকারস হাণ্ডবুক । ১০ । যদি কোন ভাটদার মদ প্রষ্ঠত একেবারে বন্ধ করিতে চাহেন তাহা হইলে তাহাকে ৫ দিবসের মধ্যে সমস্ত সরঞ্জনাদি ভাটখানা হইতে লইয়া যাইতে হইবে, অথবা আর কোন লাইসেন্স প্রাপ্ত ভাটাদারকে দিতে হইবে। ইহ। না কুরিলে ভাটা চলিলে যে ভাড়া লাগে তাহাই দিতে হইবে তং পরে দশ দিনের নোটিস দিলে ও না লইলে ভাটী বাজেয়াপ্ত হইবে । বেtঃ ২৬ * o ১১ । রবিবার সকালে ১ টার মধ্যে ও অন্যান্য দিন প্রাতে ১টা হইতে দুই প্রহর ও বৈকালে ৩টা হইতে সন্ধ্যা পর্য্যন্ত ভাটী হইতে মদ দেওয়া হয়। পুরা মাহুল দিয়া পাস না করিলে জ্ঞ ট হইতে মদ বাহির হইবে না * । t's ১২ । গ্যালনের উপর একটী ধার্ঘ্য মাসুল ভাটীখানার ভাডা স্বরূপ মাসে মাসে দিতে হয়। কোন ভাটখানায় কত্র দিতে হইবে তাহা বোর্ড ধার্য্য করেন । বো: ৪১

  • প্রত্যেক গ্যালনের মাসুল ব্যতীত ও প্রতি পাসে দোকানেল দুরত। অনুসারে সময় দেওয়া হইবে নিদ্ধারিত সময়ের তিন দিনের মধ্যে পাস ফেবত না দিলে যে পরিমাণে মদ জারি কবিৰে তাহার ডবল মাসুল জরিবান স্বরূপ আদায় হইবে। বোং সাবক্সার নং ৬ জুন ১৮১৯