পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকার হাণ্ডবুক । ২৯ সেই স্থানের নিকটস্থ ভাটীদারকে দেওয়া হইবে ; কিন্তু সাধারণত যে ফি লাগে তাহার ডবল ফি দিতে হইবে । ৭। উপরুক্ত মত হিসাব ধরিয়া আবকারি. কর্ম্মচারিগণ যেখানে যত মদ লাগিবে সেখানে ঠিক সেই পরিমাণ মদ চুলাই হইতে পারে এইরূপ ভাটীর অনুমতি দিবেন। যদি কোন স্থানে ( যেখানে মউয়ার মদ হয় ) মাসে ১০০ গ্যালন মদ অবিশ্বক বিবেচনা হয়, তা হুইলে দিন ৩৪ গ্যালন প্রস্তুতের দরকার হইবে । এই পরিমাণ মদ প্রস্তুত জন্য (ক) নিয়মানুসারে ১3 মন মউয়ার মালমসলা আবশুক । ঐ মালমসলা ছয় বার চুলাই কৰিলে অর্থাৎ তামার ভাটা ধরিলে প্রতিব্বরে ১১: সের মালমসলা প্রয়োজন স্বতরাং ইহাই ভাটীর চুলাই ক্ষমতা –ধরিতে হইবে। (খ ) নিয়মনুসারে ১১ঃ চুলাই ক্ষমত। হইলে উহার (liquid capacity ) বা মোট পরিমামাণ ভাটার মুখামুখী ১৬ গ্যালন হইবে এরূপ হুইলে ২০ গ্যালন একটি ভাট দেওয়া যাইতে পারে ৭ আবার যদি কোন স্থানে মাসে ২৭০ গ্যালান দরকারি হয় তবে তাহার দৈনিক ৯ গ্যালানের অবিশুক সুতরাং গুড় হইতে মদ হইলে ১২০ সেরের গুড় চোলাই করা দরকার । ৬ বার চোলাই ধরিলে অর্থাৎ তামার ভাট হইলে প্রত্যেক বারে ২০ সেব চোলাই আবশুক, মাটীর ভাটা হইলে তিন বার চোলাইযে প্রত্যেক বারে ৪০ সেরের অবিশুক । সুতরাং তামা হইলে ২০ ও মাটীর হইলে ৪০ সের ঐ ভাটীব চোলাইধের ক্ষম হা ধরিতে হইবে। (ঘ) নিয়মানুসারে যত চুলাইষের ক্ষম । ধরা হইবে তাহার ৬ গুন ভাটীর মুখামুণ পরিমাণ ধরিতে