পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©öዖ অবিকীরস্ হাওবুক। হইবে তাহা হইলে তামার ভাট পরিমাণ ১২০ সের বা ৩০ গ্যালান এবং মাটীর ভাটীর ২৪০ সের বা ৬০ গ্যালান মুখামুখী পরিমাণ ধার্য্য হইবে। ১ । প্রতি তামার ভাটীর গায় কত তাহার পরিমান ও নম্বর কাটিয়া অঙ্কিত করিয়া দেওয়া হইবে । এতদ্বতীত একটী বড় তীর ও অকিয় দেওয়া হইবে। ১০। সদর ভাটখানায় দুই কিম্বা তিন আকারের গাজলা উঠাইবার পাত্র বা মাইট দেওয়া হইবে । নিম্নলিখিত হিসাব ধরিয়া মাইট করিতে হইবে। এক সের গুড় অন্য দ্রব্য, মদ চুলায়ের জন্য মাটে ছাদিতে হইলে এক গ্যালন একটা মাইট আবগুক এইরূপ ধার্য্য হইয়াছে। উক্ত হিসাবানুসারে ১০ সের গুড মাটে জাওয়া করিতে হইলে ১ মন, ২০ সের ২ মন, ৩০ সেব ৩মন, ৪০ সেরে ৪ মন ইত্যাদি পরিমাণে মাইট হইবে। যেখানে যে পবিমাণে বিক্রয় সেখানে সেই পরিমান মাইট হিসাব মত যত হইবে তাহারই মোট পরিমাণ দেওয়া হইবে । ভেণ্ডারগণ ইচ্ছানুযায়ী ভাগ করিয়া লইয়া ছোট বড় মাইট করিতে পারিবেন । যে সকল জেলায় নূতন প্রথায় খোলার্ভাট বসিবার অনুমতি হইয়াছে সে সকল স্থানে উপরি ক্লিখিত রূপ নিয়মে গ জিলা উঠাইবার জল বামাইট করিতে হইবে। কোন স্থলে কত মাইট ৰাখিতে হইবে তাহ সেই জেলায় যত সময় মাইট প্রস্তুত হইতে লাগে তাহার একটী সময় ধরিয়া মোট মাইটের পরিমাণ ধার্য্য হইবে । ইহাতে গ্রীষ্মের সময় একরূপ এবং শীতের সময় অন্যরূপ পরিমাণ ধার্ঘ্য হইবে, কেননা শীতকালে মাইট প্রস্তুত হইতে, গ্রীষ্মকাল অপেক্ষ অধিক সময় লাগে ।