পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Je:{ অবকারস্ হাণ্ডবুক । সন্ধ্যা ৬ টা ও গ্রীষ্মকালে ৭টার পর কাহাকে দোকানে বসিয়া মদ পান করিতে দিতে পারিবে না। খোলা ভাট সম্বন্ধে বিধি । ১। উপরি লিখিত মত একটা মাত্র নির্দিষ্ট পরিমাণের ভাটী সুর্য্যোদয় হইতে অস্ত পর্য্যন্ত চোলাইয়া করিবার এবং শীতকালে রাত্রি ৮টা ও গ্রীষ্ম কালে ৯টা পর্য্যন্ত দোকান খোলা রাখিয়া মদ বিক্রয় করিবার জন্য লাইসেন্স দেওয়া হয় । উক্ত লাইসেন্স লিখিত কড়ারে গবর্ণমেণ্টকে ভেণ্ডারগণ মাসে মাসে খাজনার টাকা দিতে হইবে । খোলা ভাটার মদ বিক্রয়ের জন্য কোন স্থানের সীমা নির্দিষ্ট নাই, তবে যাহাতে নিকট নিকট দোকান বসিয়া পরম্পরের ক্ষতি হয়, এরূপ করিতে দেওয়া হইবে না । ২ । বোর্ডের ধার্য্যমত যে যে জেলায় খোল। ভাটী চলিত হইবার আজ্ঞা হয়, তথায় এই সকল ভাটী খুলিতে দেওয়া হইবে। নিতান্ত পল্লিগ্রাম ও যে সকল স্থান জলপ্লাবনে ডুবিয়া যায়, তথায়ই লোল৷ ভাটী চলিত হইবে । ৩। নিলাম ভাকের নিয়মানুসারে লাইসেন্স দেওয়া হইবে। বোঃ নি ৪ ৪ । মাসিক ৮ টাকা ফির কম খোলা ভাটীর লাইসেন্স বিক্রয় হইবে না। কম ফির দোকান থাকিলে তাহার কতকগুলি উঠাই দিয়া এক খান,বড় দোকান করিবার চেষ্টা করা হইবে । বোঃ নি ৫ ।